Ekchokho.com 🇮🇳

কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টেস্ট জিততেই বড় ধাক্কা খেল পাকিস্তান

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ৬ জুলাই, ২০২৫; এই দিনটি ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ, ওই দিনই টিম ইন্ডিয়ার (India National Cricket Team) নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে ভারত এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো জয়লাভ করে। ওই ম্যাচে ভারতীয় দলের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। যার কারণে পুরো ম্যাচ জুড়ে ইংল্যান্ড দলকে নিজেদের মাঠে পিছিয়ে থাকতে দেখা গেছে। এদিকে, এই জয়ের মাধ্যমে, টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ ১-১ সমতায় আনতে সক্ষম হয়েছে। তবে, টিম ইন্ডিয়ার এই জয়ে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

পাকিস্তানকে টেক্কা দিল ভারত (India National Cricket Team):

SENA দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ী দল হয়ে উঠেছে ভারত: জানিয়ে রাখি যে, গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলা টেস্ট ক্রিকেটে ভারতীয় দল (India National Cricket Team) নজর কেড়েছে। বিশ্ব ক্রিকেটে, এই দেশগুলিকে সম্মিলিতভাবে SENA দেশ হিসেবে বিবেচিত করা হয়। যেখানে এশিয়ান দলের রেকর্ড খুব একটা ভালো ছিল না।

India National Cricket Team wins second Test against England.

তবে, টিম ইন্ডিয়া এখন এশিয়ান দল হিসেবে SENA দেশগুলিতে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়া (India National Cricket Team) এই তালিকায় ইতিমধ্যেই পাকিস্তানকে পেছনে ফেলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে জিতে ভারতীয় দল SENA দেশে ৩০তম টেস্ট জয় হাসিল করেছে। যেখানে পাকিস্তান ২৯ টি টেস্ট ম্যাচ জিতেছে।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে জয়ের পরেই “Good News” পেল টিম ইন্ডিয়া! অধিনায়ক গিল করলেন বড় ঘোষণা

SENA দেশগুলিতে টেস্টে সবচেয়ে বেশি জয়ী দল:
ভারত- ৩০ টি জয় (১৭৮ টি ম্যাচ)
পাকিস্তান – ২৯ টি জয় (১৪৮ টি ম্যাচ)
শ্রীলঙ্কা – ৯ টি জয় (৭৬ টি ম্যাচ)
বাংলাদেশ – ১ টি জয় (২৫ টি ম্যাচ)

আরও পড়ুন: স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ আন্দোলন! অবশেষে মিলবে সুখবর? নতুন আশায় কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীরা

এই তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া: বিশ্ব ক্রিকেটে বিভিন্ন মাঠে সর্বাধিক টেস্ট ম্যাচ জয়ের দিক থেকে টিম ইন্ডিয়া (India National Cricket Team) তাদের প্রথম স্থান ধরে রেখেছে। ওই পরিসংখ্যানে এজবাস্টন ৬০ তম ভেন্যুতে পরিণত হয়েছে যেখানে ভারতীয় দল টেস্ট ম্যাচ জয়ে সফল হয়েছে। অস্ট্রেলিয়া এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কারণ তারা ৫৭ টি ভিন্ন মাঠে টেস্ট ম্যাচ জিতেছে।