Ekchokho.com 🇮🇳

পরীক্ষা দিতে চাইছেন না, এখনও গভীর ট্রমা, কেমন আছেন কসবার নির্যাতিতা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গণধর্ষণ কাণ্ডের পর এক সপ্তাহের বেশি সময় পার করে সোমবার খুলেছে কসবা ল কলেজ (Kasba Law College)। বেশ কিছু নিয়ম-নির্দেশিকা জারি করা হয়েছে। সেসব নিয়ম মেনেই কলেজে (Kasba Law College) আবারও স্বাভাবিক নিয়মে পঠনপাঠন শুরু করার নির্দেশ দেওয়া সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে। তবে ১২ দিন কেটে গেলেও ওই ট্রমা থেকে এখনও বেরোতে পারেননি নির্যাতিতা ছাত্রী। পরীক্ষায় বসতেও ইচ্ছুক নন তিনি।

পরীক্ষায় বসতে চাইছেন না কসবার (Kasba Law College) নির্যাতিতা

গত ২৫ শে জুন কলেজের মধ্যেই প্রথম বর্ষের ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তন TMCP নেতা সহ আরও দুজনের বিরুদ্ধে। মূল অভিযুক্ত ওই কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী হলেও অপর দুই অভিযুক্ত ওই কলেজেরই (Kasba Law College) ছাত্র। ওই ঘটনার পর গত ১২ দিন ধরে তোলপাড় হয়েছে বিভিন্ন মহল। সোমবার অবশেষে আবার খুলেছে কলেজ। নিয়ম মেনে কলেজে আসার অনুমতি দেওয়া হয়েছে পড়ুয়াদের। কিন্তু ওই ছাত্রী পরীক্ষায় বসতে চাইছেন না বলেই জানিয়েছেন সহপাঠীদের।

The victim student of kasba law college is still in trauma

দেখা করল রাজ্য মহিলা কমিশন: জানা যাচ্ছে, আগামী ১৬ ই জুলাই থেকে শুরু হচ্ছে প্রথম সেমেস্টারের পরীক্ষা। কিন্তু ট্রমার মধ্যে পরীক্ষা দিতে ইচ্ছুক নন নির্যাতিতা (Kasba Law College) ছাত্রী। যদিও জানা গিয়েছে, তাঁর সহপাঠীরা তাঁকে ক্রমাগত সাহস যুগিয়ে চলছেন। সম্প্রতি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও দেখা করেন ওই ছাত্রীর সঙ্গে।

আরো পড়ুন : চক্রান্ত’ করে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছিল? শান্তনু সেনের মেডিকেল লাইসেন্স ফেরালো আদালত

কেমন আছেন ছাত্রী: কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরাও দেখা করে এসেছেন ওই ছাত্রীর (Kasba Law College) সঙ্গে। এ বিষয়ে লীনা জানান, তাঁরা দেখা করে কথা বলেছেন। পরীক্ষা দেওয়ার বিষয়েও কথা হয়েছে। তবে পরীক্ষা দেওয়া বা না দেওয়া পুরোপুরি ওই ছাত্রীর সিদ্ধান্ত বলে মন্তব্য করেন লীনা গঙ্গোপাধ্যায়।

আরো পড়ুন : মনোজিৎ-কাণ্ডের পরেই নড়ল টনক, একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে সোমবার থেকে খুলল কসবা ল কলেজ

নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং, নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ জানিয়েছে কমিশন। ছাত্রীকে ‘সাহসী’ তকমা দিয়ে লীনা গঙ্গোপাধ্যায় জানান, ট্রমার মধ্যে রয়েছে তিনি। তবে আংশিক ভাবেও স্টেডিও আছেন।