বাংলা হান্ট ডেস্কঃ খড়্গপুরে প্রকাশ্যে প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে অবশেষে তৃণমূল (Trinamool Congress) নেত্রী বেবি কোলকে বহিষ্কার করল দল (Political Violence)। ঘটনার সাতদিন পর সোমবার সাংবাদিকদের সামনে বিষয়টি জানান তৃণমূলের ((Trinamool Congress)) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “শোকজের জবাব যথাযথ না হওয়ায় বেবিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব।”
ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির পাঁচিল ভাঙার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। এরপরেই রাস্তার মাঝে তাঁকে চড়-ঘুষি মারা হয়, এমনকি জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। শাসকদল ((Trinamool Congress)) প্রথমে বেবিকে শোকজ করে। তারপর তাঁকে পুলিশ আটক করে বটে, কিন্তু পরে ছেড়ে দেয়। এই নিয়ে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) অভিযোগ করেছেন অনিলবাবু।
আরও পড়ুনঃ ক্ষুব্ধ বিচারপতি! SSC নিয়োগ দুর্নীতিতে ‘দাগী অযোগ্য’-দের নিয়ে কঠোর রায় হাইকোর্টের
হাত ছাড়ল দল (Trinamool Congress), এবার কি আইনি পদক্ষেপ?
তৃণমূল ((Trinamool Congress)) স্পষ্ট করে দিয়েছে, দল কাউকেই আইনের ঊর্ধ্বে রাখবে না। অভিযুক্ত বেবি কোল নিজের ভুল না মেনে উলটে অনিল দাসের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন, যখন দল তাঁকে ত্যাগ করল, তখন কি পুলিশ বেবিকে গ্রেফতার করবে? রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা (Political Violence)। বাম নেতার উপর প্রকাশ্য রাস্তায় হামলা, তা নিয়ে পুলিশের নীরবতাও সমালোচনার কেন্দ্রবিন্দুতে।