বাংলা হান্ট ডেস্ক: বলিউড সেলিব্রিটিদের (Bollywood Celebrities) ফিটনেস (Fitness) দেখে অবাক হই আমরা সকলেই। এমন কি তাদের সোশ্যাল মিডিয়ায় (Social Media) করা প্রতিটি পোস্টে নজর রাখে অনেকে। তাদের এই ফিটনেস থাকার কারন ভাবাতে বাধ্য করে নেটিজেনদের। এমনকি, বলিউড সেলিব্রেটিরা জিমের লুক থেকে শুরু করে এমনি এলোমেলো ছবিতেও এতটা নিখুঁত দেখায় কিভাবে তা ভাবাতে বাধ্য করায় সকলকেই। ফিট থাকার প্রসঙ্গে বলিউড সেলিব্রেটিরা জানান, বাড়ির খাবার খেয়ে ও শৃঙ্খলা বদ্ধ জীবন যাপন করেন তারা। এই শৃঙ্খলাবদ্ধ সুস্থ জীবন যাপন করার ক্ষেত্রে, বহু সেলিব্রেটি আমিষভোজী থেকে নিরামিষ ভোজী হয়ে উঠেছেন। আজ আপনাদের সেইরকম কিছু তারকাদের কথা বলতে যাচ্ছি যারা বিশুদ্ধ নিরামিষভোজী। এমনকি তারা ডিম স্পর্শ করেন না।
জেনে নিন বলিউডের কোন কোন তারকারা নিরামিষভোজী (Bollywood Celebrities)
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): আপনি জানলে অবাক হবেন, ‘বিগ বি’ অর্থাৎ প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন সম্পূর্ণ নিরামিষভোজী। এমনকি এই বর্ষীয়ান অভিনেতা কখনো মাংস খান না। পান করেন না ধূমপান। সরল জীবনযাপন অনুসরণ করে। যার ফলে ৭৪ বছর বয়সে এসেও তার ত্বকে তা স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
আলিয়া ভাট (Alia Bhatt): ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পায় আলিয়া ভাট। বর্তমানে তিনি কারও পরিচয়ের ওপর নির্ভরশীল নন। তার অভিনয় ও সৌন্দর্য নজর কেড়েছে ভক্তদের। আপনাদেরকে বলে রাখি, আলিয়া ভাট আমিষ খাবার খান না। তিনি সম্পূর্ণ নিরামিষাশী।
সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha): বলিউডে প্রথমে অতিরিক্ত ওজনের জন্য সহ্য করতে হয়েছিল নানান কটাক্ষ। কিন্তু বর্তমানে, সোনাক্ষীকে চেনা দায়। সোনাক্ষী সিনহা এই পরিবর্তনের জন্য সবসময় তার ডায়েটিশিয়ানের ধন্যবাদ জানায়। এমনকি, অভিনেত্রী পশু নিষ্ঠুরতার বিরুদ্ধে। যার ফলে তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut): বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে থেকে এসেছে কঙ্গনা রানাউত। তবে তিনিও কিন্তু নিরামিষাশী। আগে তিনি কট্টর আমিষভোজী ছিলেন তা বহুবার জানিয়েছিলেন। কিন্তু মুম্বাই তাকে নিরামিষ খাবারের জাদুতে পরিবর্তন করিয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরামিষাশী।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor): হটেস্ট নিরামিষাশী নামে বিখ্যাত শ্রদ্ধা কাপুর। কিছুদিন আগেই তিনি সমাজ মাধ্যমে মাংস না খাওয়ার কথা বলেছিলে। যদিও এই মন্তব্যে শুনতে হয়েছিল নানান কথা। তবুও শ্রদ্ধা নিরামিষাশী।
জন আব্রাহাম (John Abraham): জন আব্রাহামকে চেনে না এমন মানুষ কম আছে। তার সিক্স প্যাক সকলকেই আকর্ষন করে। আপনি জানলে অবাক হবেন, জন আব্রাহাম সম্পূর্ণ নিরামিষাশী। পশু পাখি বিশেষ করে কুকুরের প্রতিদান নিঃস্বার্থ ভালোবাসায় তাকে নিরামিষাশী করেছে। সম্প্রতি একটি ইন্টারভিউতে এ কথা স্বীকার করেন তিনি।
আরও পড়ুন: প্রবীন বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর! তৃণমূল নেত্রী বেবির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দল
অনুষ্কা শর্মা (Anushka Sharma): বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর মাঝেমধ্যে চর্চায় আসতেন অনুষ্কা শর্মা। অভিনেত্রী পশুর নিষ্ঠুরতার বিরুদ্ধে। যার কারন বশত তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন।