Ekchokho.com 🇮🇳

২০ জন ছাত্রের জন্য রান্না হয় ৪০০ জনের সমান! ভয়ঙ্কর মিড ডে মিল কেলেঙ্কারির অভিযোগ রাজ্যের এই স্কুলে

Published on:

Published on:

Karandighi Mid Day Meal Scam Exposed

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের উত্তর কোচড়া প্রাথমিক বিদ্যালয়। খাতায় কলমে পড়ুয়ার সংখ্যা ৫৯৬। কিন্তু স্কুল চত্বরে ঢুকলেই চোখে পড়বে ফাঁকা বেঞ্চ, গুটিকয়েক ছাত্রছাত্রী। অথচ মিড ডে মিলের (Mid Day Meal) রান্নায় ব্যস্ত রাঁধুনীরা, তালিকায় ২৫০ থেকে ৪০০ পড়ুয়ার খাবার প্রস্তুত হচ্ছে প্রতিদিন। প্রশ্ন উঠছে—এত খাবার যাচ্ছে কোথায়?

শিক্ষক বললেন এক কথা, রান্নাঘর বলছে আরেক (Mid Day Meal)

স্কুলের শিক্ষক আব্দুল হালিম বলেন, “আমি কিছু বলতে পারব না। শনিবার এসআই এলে হঠাৎ ছাত্র বেড়ে যায়। কীভাবে, জানি না।’’ রাঁধুনী ফুলো হাজদার বক্তব্য, “আমরা অনেক পড়ুয়ার কথা মাথায় রেখে রান্না করি।” স্কুল কর্তৃপক্ষ দাবি করে, ২৫০-৩০০ ছাত্র নিয়মিত আসে, কিন্তু শিক্ষক ও স্থানীয় সূত্রে সেই দাবি খারিজ হচ্ছে। (fake student data, ghost attendance)

স্কুলের টি.আই.সি অভিযোগ করেছেন, “অনেকেই আমাদের স্কুলে নাম লিখিয়ে, পাঠান বেসরকারি স্কুল বা মাদ্রাসায়।” ফলে মিড ডে মিলের (Mid Day Meal) খাতায় নাম থাকলেও ছাত্র হাজির নেই। এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে একপ্রকার ভুয়ো উপস্থাপনা। (Mid Day Meal misuse)

রাজনীতির ময়দানেও শুরু তরজা

বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, রাজ্যের বেশিরভাগ স্কুলেই এই দুর্নীতি চলছে। কংগ্রেসের তুষার গুহ বলেন, মিড ডে মিলের নামে চলছে টাকা নয়ছয়। তবে তৃণমূল নেতা অরিন্দম সরকার জানিয়েছেন, সরকার তদন্ত করছে, দোষীদের রেয়াত করা হবে না। (political reaction, education scam)

Karandighi Mid Day Meal Scam Exposed

আরও পড়ুনঃ আর মাত্র ৫ বছরের মধ্যেই শুকিয়ে যাবে গোটা শহর! ভয়াবহ বিপদের আশঙ্কা আন্তর্জাতিক রিপোর্টে

তদন্তে মিলেছে অসঙ্গতি, উঠছে ভিডিও-সহ প্রমাণ

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নাজিমুদ্দিন আলি জানিয়েছেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। ছাত্র উপস্থিতি, মিড ডে মিল খরচ এবং (video evidence) ঘিরে চলছে নথি খতিয়ে দেখা। সূত্রের খবর, শীঘ্রই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।