Ekchokho.com 🇮🇳

‘হিন্দুরা আমাকে বিধায়ক করেছেন, কিন্তু..,’ সবার ভোট চান শুভেন্দু? স্পষ্ট করলেন নিজের কথাতেই

Published on:

Published on:

Suvendu Adhikari questions BJP's vote support strategy

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামের মাটি থেকে ফের একবার ভোট রাজনীতি নিয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। দক্ষিণ কলকাতা ল কলেজে (Kasba Law College) ধর্ষণের প্রতিবাদে আয়োজিত কন্যা সুরক্ষা যাত্রায় বৃষ্টিভেজা মিছিল শেষে তিনি বলেন, “আমি চাই, কিন্তু পাই না।” সরাসরি কারও নাম না করলেও দলের নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharjee) সাম্প্রতিক মন্তব্যের পটভূমিতে শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০২৬-এর আশায় ২০২১-এর জয় টেনে আনলেন শুভেন্দু (Suvendu Adhikari)

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “হিন্দুরাই আমাকে বিধায়ক করেছেন। ১ লক্ষ ১০ হাজারের মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৬০০ হিন্দুর ভোট পেয়েছি।” আবার তিনি জানান, কিছু এলাকায় তৃণমূল ও বামেদের বিপুল ভোট পাওয়া গেলেও, তিনি সেখানে পেয়েছেন মাত্র ২টি ভোট। তাঁর স্পষ্ট বক্তব্য, “সবাইকে চাই, কিন্তু ভোট পাই না। এটাই কঠিন বাস্তব।” (Hindu vote consolidation, BJP Bengal)

নেতা হিসেবে অভিজ্ঞতার দাবিতে খোঁচা কি শমীককে?

রাজ্য বিজেপির নতুন সভাপতি সম্প্রতি ‘নো ভোট টু বিজেপি’ শিবিরকে প্রকাশ্যে আক্রমণ করেছিলেন। সেই সূত্রেই শুভেন্দুর (Suvendu Adhikari) কথায় রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। তিনি বলেন, “যা বলি ভেবে বলি, আর যা বলি তা করি।” তাঁর কথার মধ্যে রাজনৈতিক দায়বদ্ধতা ও বাস্তবতাবোধের মিশ্রণ স্পষ্ট।

নন্দীগ্রামেই উঠে এলো তৃণমূলের (Trinamool Congress) পতনের বার্তা

২০২৬-এর ভোটে বাংলায় পালাবদলের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “২০২১-এ নন্দীগ্রাম যা দেখিয়েছে, ২০২৬-এ বাংলা তা দেখাবে।” সেই সঙ্গে সাম্প্রতিক সমবায় নির্বাচনে বিজেপির জয় তুলে ধরে তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের দিকে এগোচ্ছে।

Suvendu Adhikari questions BJP's vote support strategy

আরও পড়ুনঃ কিছুক্ষণেই কাঁপবে নবান্ন! মঙ্গলে বড় কাণ্ড ঘটাতে চলেছেন চাকরিহারারা…

মিছিলে শুভেন্দু (Suvendu Adhikari) কার্যত শাসক দল এবং নিজের দলের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব—দুটোকেই স্পষ্ট তুলে ধরেন। প্রশ্ন উঠছে, তৃণমূল বিরোধী ভোটকে ঐক্যবদ্ধ করতে গিয়ে বিজেপির (BJP) অন্দরেই কি এবার ভাঙন শুরু?