Ekchokho.com 🇮🇳

‘রাখে হরি মারে কে’… হিমাচলে ভয়াবহ হড়পাবানে ভেসে গেল গোটা পরিবার, বেঁচে রইল কেবল ১১ মাসের একরত্তি

Published on:

Published on:

Himachal Pradesh flash flood 11 month old baby girl lost her family

বাংলা হান্ট ডেস্ক: পরিবারের প্রত্যেক সদস্যই ভেসে গিয়েছে হড়পা বানে। কিন্তু অলৌকিকভাবে মৃত্যুকে ফাঁকি দিল ১১ মাসের একরত্তি শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। সূত্রের খবর, গত ৩০ জুন রাতে মেঘ ভাঙ্গা বৃষ্টি (Cloudburst) ও হড়পা বান (Flash flood) আসার ফলে তলিয়ে যায় শিশুটির মা, বাবা ও ঠাকুমা। বাড়ির সকলে হড়পা বানে ভেসে গেলও প্রাণে বেঁচে যায় ওই শিশুটি। ঘটনাটি জানাজানি হওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকেই ওই মেয়েটিকে উদ্ধার করে উদ্ধারকারীরা।

হিমাচল প্রদেশে বানের জেরে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh)

সৌন্দর্যের হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বহু জায়গা বর্তমানে মৃত্যুপুরী। পরপর মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ভূমিধসে পরিণত হয়েছে হিমাচল প্রদেশ। মান্ডির বহু রাস্তার ধ্বংসের ছবি উঠে এসেছে। বর্তমানে হিমাচল প্রদেশে শুধুমাত্র হাহাকারে চিৎকার ও স্বজনহারা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, হঠাৎ করেই বানের জল ঢুকে পড়ে তাদের বাড়িতে। জলের তোরে ভেসে যান শিশুটির বাবা রমেশ কুমার, মা রাধা দেবী ও বয়স্ক পুনম দেবী। এমনকি এই ঘটনায় ওই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটার পরের দিন সকালে তল্লাশ অভিযান চালানোর পর ধ্বংসের স্তুপ এর নিচ থেকে রমেশ কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত রাধা দেবী ও পুনম দেবীর মৃতদেহ পাওয়া যায়নি। SDRF এখনো অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার পর, শিশুকন্যাটির কাকা জানিয়েছেন নিহত পরিবারের শিশুটিকে দত্তক নিতে চেয়েছে অনেকেই। কিন্তু তারা নিজেরাই বড় করতে চায় ওই শিশুটিকে। এই ঘটনার প্রসঙ্গে শিশুটির কাকা বলেন আমরাই শিশুটিকে বড় করব।

Himachal Pradesh flash flood 11 month old baby girl lost her family

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সোনার দামে বিরাট চমক! বাড়ল না কমল? দেখে নিন ১ গ্ৰামের প্রাইস

প্রসঙ্গত, ২০ জুন থেকে হিমাচল প্রদেশে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় চলছে। এমনকি আকস্মিক বন্যা ও মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ইতিমধ্যে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বর্তমানে হিমাচলের একাধিক রাস্তা বন্ধ রয়েছে। আইএমডি (IMD) রাজ্যের দশটি জেলায় নতুন করে হড়পা বানিয়ে সতর্কতা ও জারি করেছে। আইএমডির (IMD) তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।