বাংলা হান্ট ডেস্কঃ বিহারের ভোটার তালিকা সংশোধনের বিতর্ক গড়াল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ (Mahua Moitra) একাধিক পক্ষের আবেদনের ভিত্তিতে মামলাগুলি গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কমিশনের নির্দেশকে ‘গণতন্ত্র বিরোধী’ আখ্যা দিয়ে মামলাকারীরা দাবি করেন, এর ফলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বিপন্ন হতে পারে।
নির্বাচন কমিশনের (Election Commission) দাবি, ভোটার তালিকায় নাম রাখতে এবার জন্মসনদ বাধ্যতামূলক। ১৯৮৭-এর আগে জন্ম হলে নিজস্ব জন্মের শংসাপত্র, পরে হলে বাবা-মায়ের। অথচ রেশন কার্ড, আধার মানা হচ্ছে না। এর ফলে প্রায় ৩ কোটি ভোটার বাদ পড়তে পারেন বলে বিরোধীদের আশঙ্কা। (voter rights, Bihar voter list, Election Commission)
মহুয়ার লড়াইয়ের পাশে মনোজ ঝা, যোগেন্দ্র, ADR, PUCL
বিহারের ভোটারদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলায় মহুয়া ছাড়াও রয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, PUCL ও ADR-এর প্রতিনিধিরা। বৃহস্পতিবার হবে একসঙ্গে শুনানি। মহুয়ার পক্ষে দাঁড়িয়েছেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিঙ্ঘভি ও সিইউ সিংহ। মনোজ ঝার হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল।
‘সত্যমেব জয়তে’— আদালতের (Supreme Court) সিদ্ধান্তের পর বার্তা মহুয়ার (Mahua Moitra)
সোমবার আদালত জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে তারা নোটিস দেবে। বিচারপতি ধুলিয়া জানান, এখনই বিহারের ভোট ঘোষণা হয়নি, ফলে সময়সীমা নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে মামলাকারীদের যুক্তি, এমন সিদ্ধান্ত গণতন্ত্রে অবাধ ভোটকে আঘাত করছে। মহুয়ার (Mahua Moitra) বক্তব্য, এটি সংবিধান ও জনপ্রতিনিধি আইনের পরিপন্থী।
আরও পড়ুনঃ DA তো দিলই না, উল্টে সরকারি কর্মীদের জন্য নয়া ফতোয়া জারি রাজ্যের, ক্ষোভে ফুঁসছেন সকলে!
সোশ্যাল মিডিয়ায় মহুয়া (Mahua Moitra) লেখেন, “সত্যমেব জয়তে”— সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা গ্রহণের পরে তাঁর এই বার্তায় স্পষ্ট, একক মামলার বাইরেও এই লড়াইয়ের অন্য মাত্রা রয়েছে। প্রশ্ন উঠেছে— এই পদক্ষেপ কি অন্য রাজ্যেও চালু করতে চাইছে কমিশন?