বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের ভোটের আগে বিজেপির ভেতরে যেন দু’ধরনের সুর শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী যেখানে স্পষ্ট করে বলছেন, হিন্দু ভোট এক করতে হবে, সংখ্যালঘু মোর্চার দরকার নেই—সেখানে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলছেন, মুসলিমদের কাছে পৌঁছতে হবে, তাঁদের হাতে তলোয়ার নয়, কলম তুলে দিতে হবে। দুই নেতার ভাষা আলাদা হলেও শমীক বলছেন—‘‘ভিন্ন মত নয়, এক সুরেই কথা বলছি।’’
দিলীপকে (Dilip Ghosh)ফোন, তবু ডাক এল না?
সায়েন্স সিটির মঞ্চে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ছিলেন না। কেন? এই প্রশ্নের উত্তরে শমীক (Shamik Bhattacharya) বলছেন, ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন দিলীপ-সহ চার প্রাক্তন সভাপতিকে। কিন্তু প্রকাশ্যে অভিযোগ উঠেছে, কোনও অফিসিয়াল আমন্ত্রণই যায়নি। এই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন উঠেছে। শমীক যদিও বলছেন—”সবাই আমার বন্ধু, ব্যক্তিগত কোনও সমস্যা নেই।” কিন্তু প্রশ্ন থাকছেই।
মুখ কে হবেন, শুভেন্দু কি আদৌ মুখ?
এই ভোটে বিজেপির মুখ কে হবেন? সোজা প্রশ্নের জবাবে শমীক বলছেন—”দল ঠিক করবে।” অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম তিনি বলেননি। বরং বোঝাতে চেয়েছেন, মোদির নেতৃত্বেই ভোট হবে। তাতে শুভেন্দু একটু অস্বস্তিতে পড়তেই পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘সবাই মিলে একসঙ্গে লড়তে হবে’, এমন ডাক দিয়েছেন শমীক। বাম-কংগ্রেস-বিজেপি তো বটেই, এমনকি তৃণমূলের মধ্যেও ‘পরিবর্তন চাওয়া’ লোকেদের দলে টানতে চান তিনি। বলছেন, “২০১১-তে যেভাবে সিপিএম ভোটাররা তৃণমূলকে ভোট দিয়েছিল, এবার তেমন কিছু ঘটবে।” কিন্তু সেই রূপকথা কতটা বাস্তব হবে, তা সময় বলবে।
আরও পড়ুনঃ সমস্যা হয়..! বিকেলে দিলীপ-শমীক বৈঠক, তার আগেই বড় কথা বলে দিলেন BJP নেতা
শমীকের (Shamik Bhattacharya) ভাষায় বাজপেয়ীর ছায়া
সাক্ষাৎকারে শোনা গেল বাজপেয়ীর সেই পুরনো মানবিক কণ্ঠস্বর। শমীক (Shamik Bhattacharya) বললেন, “হিন্দুত্ব কোনও বাদ নয়, এটা জীবনশৈলী।” আর মুসলিমদের উদ্দেশে বললেন, “সৈয়দ মুস্তাফা সিরাজ, কাজি নজরুল ইসলামের রাস্তায় হাঁটুন, আফজল গুরুর নয়।” তাঁর কথায় বারবার উঠে এসেছে শিক্ষিত মুসলিম সমাজ গড়ার ডাক, যেন বাজপেয়ীর (Minority Outreach) ‘উইন্ডো ওপেন’ ভাবনারই পুনরাবৃত্তি।