বাংলাহান্ট ডেস্ক : ঘোর কলি! বিহারের বাবা-মেয়ের ঘটনা শুনে এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন সকলে। সে রাজ্যে বাবার হাতে ধর্ষিত (Rape) হতে হয়েছে তাঁরই কিশোরী কন্যাকে! এমনই বিষ্ফোরক অভিযোগ করেছে ওই কিশোরী। বাবার অত্যাচারের জেরে নাকি সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। তারপর সন্তানের জন্ম হলে সদ্যোজাতকে ফেলে আসে প্ল্যাটফর্মে!
বাবার ধর্ষণের (Rape) জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা কন্যা!
জানা গিয়েছে, ওই কিশোরী তার বাবার সঙ্গে থাকে বিহারের ছাপড়া জেলায়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, গত ২২ শে জুন এক সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। মেয়ের শরীর খারাপের দোহাই দিয়ে তাকে নিয়ে দিল্লি পাড়ি দেয় তার পরিবার। কিন্তু মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিশোরী।
সদ্যোজাতকে ফেলে আসে প্ল্যাটফর্মে: রিপোর্টে প্রকাশ, বারাণসীর কাছে অন্তঃসত্ত্বা (Rape) মেয়েটিকে নিয়ে নেমে যায় তার পরিবার। কিশোরী সন্তানের জন্ম দিলে সদ্যোজাতকে প্ল্যাটফর্মেই ফেলে রেখে তারা চলে যায় বলে অভিযোগ। জানা গিয়েছে, পরে কিছু ভেন্ডর সদ্যোজাত শিশুর কান্না শুনতে পেয়ে খোঁজ করলে দেখা যায়, প্ল্যাটফর্মে অনাবৃত অবস্থায় পড়ে রয়েছে ওই সদ্যোজাত। এমনকি তার শরীর থেকে নাড়িও আলাদা করা হয়নি বলে অভিযোগ।
আরো পড়ুন : ‘তুলসী’ হয়েই কামব্যাক ছোটপর্দায়, ‘জীবন বদলে দিয়েছে…’, রাজনীতি ছাড়লেন স্মৃতি?
তদন্তে নেমেই আসল তথ্য ফাঁস: ভেন্ডররাই শিশুটিকে তুলে নিয়ে এসি রুমে নিয়ে যান। খবর দেওয়া হয় রেলকর্মীদের। এরপর মোরাদাবাদ স্টেশনে নেমে হাসপাতালে ভর্তি করা হয় সদ্যোজাত শিশুটিকে। এদিকে তদন্তে নেমে যে ব্যাগে করে শিশুটিকে রাখা হয়েছিল, তার মধ্যেই একটি সিম কার্ড খুঁজে পায় পুলিশ। ওই সিম কার্ডের সূত্র ধরেই বিহারে নাবালিকার খোঁজ পায় পুলিশ। তাকে জেরা করতেই উঠে আসে মারাত্মক তথ্য!
আরো পড়ুন : ‘কাজের মান কোথায় নেমেছে, সবাই অর্থলোভী’! টলিউডের ‘দুরবস্থা’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব চ্যাটার্জি
পুলিশ সূত্রে খবর, জেরায় নাবালিকা অভিযোগ করে, তার বাবা প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে যৌন হেনস্থা করতেন। হঠাৎ একদিন নিজের মেয়েকেই ধর্ষণ (Rape) করেন বাবা। অত্যাচারের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। জানাজানি হওয়ার ভয়ে সদ্যোজাত শিশুকে তারা ফেলে আসে প্ল্যাটফর্মে। এমনকি পুলিশের কাছে ওই কিশোরী এবং তার মেয়ে দাবি করেছে যে সদ্যোজাতের ভরণপোষণের দায়িত্ব তারা নিতে পারবে না। আপাতত সরকারি হেফাজতেই রয়েছে শিশুটি।