বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মন্ত্রিসভার বৈঠকে বিহারের দিঘা ও সোনপুরের মধ্যে গঙ্গা নদীর উপর ছয় লেনের সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়াও উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরাকে যুক্ত করার প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বিহারের দিঘা ও সোনপুরকে সংযোগকারী গঙ্গা নদীর উপর 4.56 কিলোমিটার দীর্ঘ, 6 লেনের সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বিহারের গঙ্গা নদীর উপর একটি ছয় লেনের সেতু নির্মাণের জন্য ব্যয় করা হবে 3,064.45 কোটি টাকা।
আরোও পড়ুন : চাকরির ঝুলি খুললেন মমতা! দমকলে হাজারেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
বৈঠকের পর বুধবার এই ব্যাপারে সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর আজ জানান, গঙ্গা নদীর ওপর নির্মিত ছয় লেনের সেতুর নিচ দিয়ে বড় বড় নৌযানও যেতে পারবে। এটি দেশের নদ-নদীর মধ্যে দিয়ে নৌপথ বাড়ানোর বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গিকেও ত্বরান্বিত করবে।
এছাড়াও আজকের মন্ত্রী সভায় বৈঠকে ত্রিপুরার খোয়াই-হরিনার মধ্যে 135 কিলোমিটার রাস্তা প্রসারিত ও উন্নয়ের জন্য অনুমোদন দিয়েছে। 2,486.78 কোটি টাকা খরচ করা হবে এই কাজের জন্য। এর মধ্যে 1,511.70 কোটি টাকা নেওয়া হবে ঋণ হিসেবে।