Ekchokho.com 🇮🇳

১১ বছর ধরে হয়নি নিয়োগ, এরই মধ্যে সরকারি স্কুলের গ্রন্থাগার নিয়ে নয়া নির্দেশ শিক্ষা দফতরের

Published on:

Published on:

Education Department orders one librarian to oversee two school

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের সরকারি স্কুলের গ্রন্থাগার (Library) গুলিতে গ্রন্থাগারিক নিয়োগ হয়নি দীর্ঘ ১১ বছর ধরে। যার কারণবশত স্কুলের গ্রন্থাগার গুলি দেখভাল নিয়ে তৈরি হয়েছে সমস্যা। এবার সেই সমস্যার সমাধান করলো স্কুল শিক্ষা দফতর (Education Department)। সরকারের নির্দেশ অনুযায়ী এবার থেকে একজন লাইব্রেরিয়ান (Librarian) সামলাবে দুটি স্কুলের গ্রন্থাগার।

দুটি স্কুলের গ্রন্থাগারিক একজন, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের (Education Department)

গ্রন্থাগারগুলির (Library) দেখাশোনার সমস্যা সমাধান করতে এ বার হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গিয়ে গ্রন্থাগার পরিচালনা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর (Education Department)।জানা গিয়েছে,কলকাতার হিন্দু স্কুলের গ্রন্থাগারিক জিষ্ণু ভট্টাচার্যকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগারের দায়িত্বও সামলাতে হবে। সরকারের দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, জিষ্ণুবাবু সোমবার, মঙ্গলবার ও বুধবার হিন্দু স্কুলের গ্রন্থাগার দেখভাল করবেন। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগার সামলাবেন।

প্রসঙ্গত, একজন গ্রন্থাগারিককে দুটি স্কুলের গ্রন্থাগারের দায়িত্ব দেওয়ায় ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। সরকারের এ যেন সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছে শিক্ষকদের একাংশ। সূত্রের খবর, এই নির্দেশ শোনার পর গভর্নমেন্ট স্কুল এসোসিয়েশনের সভাপতি সৌগত বসু বলেন, ‘দীর্ঘদিন সরকারি স্কুলগুলিতে কোনও নিয়োগ নেই। পাবলিক সার্ভিস কমিশন ২০১৪-১৫ সালে মাত্র ১৬ জন গ্রন্থাগারিক নিয়োগ করেছিল। যেখানে সরকারি স্কুলের সংখ্যা ৩৯। শিক্ষা দফতরের এহেন সিদ্ধান্তের ফলে উভয় স্কুলেই গ্রন্থাগারের মান তলানিতে পৌঁছবে।’

Education Department orders one librarian to oversee two school

আরও পড়ুন: গ্ৰামে হানা বিশালাকৃতি অজগর! খালি হাতে সাপটিকে নিয়ে দৌড় কিশোরদের, তারপর যা হলো…

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ৪১ টি সরকারি স্কুল আছে। যার মধ্যে ৩১ টি স্কুলে রয়েছে গ্রন্থাগার (Library)। তার জন্য পদ সংখ্যা রয়েছে শূন্য। এমনকি, বর্তমানে মাত্র চারটি স্কুলে গ্রন্থাগারিক (Librarian) রয়েছে। বাকি ২৭ টি পদ শূন্য। এ বিষয়ে শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কোন স্কুলে গ্রন্থাগারিক (Librarian) আছে কিন্তু অন্য স্কুলটিতে গ্রন্থাগারিক নেই। তাই পড়ুয়াদের সুবিধার্থে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ওই আধিকারিক বলেন, আমরা এই গ্রন্থাগারিক পদের জন্য পিএসসির মাধ্যমে নিয়োগের আবেদন করেছি।