Ekchokho.com 🇮🇳

হাইকোর্টে ভাগ্য নির্ধারণ বুধেই! কী হবে চাকরিহারাদের? SSC মামলায় সামনে বড় আপডেট

Published on:

Published on:

calcutta high court 8

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে SSC- র নয়া নিয়োগ (SSC Recruitment Case) প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবেন না টেন্টেড বা দাগী বলে চিহ্নিতরা মূলত চিহ্নিত অযোগ্যরা। গতকাল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। এবার তারই পাল্টা মামলা।

‘অযোগ্য’দের হয়ে প্রশ্ন করতে ডিভিশন বেঞ্চ রাজ্য, কমিশন | Calcutta High Court

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার এবং পর্ষদ। বিচারপতি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামিকাল, অর্থাৎ বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, গতকাল হাইকোর্ট নির্দেশ দেয়, নয়া নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের কেউ ইতিমধ্যে আবেদন করলে তাও বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট।

এখানেই প্রশ্ন উঠছিল, যদি ইতিমধ্যেই ‘টেন্টেড’-রা আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এখনই কী ভাবে তাদের আবেদন বাদ দেওয়া সম্ভব হবে? এই সব নিয়ে চর্চার মাঝেই আদালতে রাজ্য-এসএসসি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে ২০১৬ সালে এসএসসি-র গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।

এই ২৬০০০ এর মধ্যে বেশ কিছু জনকে ‘টেন্টেড’ বলে চিহ্নিত করে বেতন ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশ মেনে সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি।

কমিশনের বিজ্ঞপ্তিতে প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছিল। এসএসসির সেই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। বিজ্ঞপ্তির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তবে গতকাল একক বেঞ্চ শুধুমাত্র টেন্টেডদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দেয়। বাকি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করেনি।

Calcutta High Court faces fresh plea over SSC recruitment policy

আরও পড়ুন: ভাঙবে সব রেকর্ড! বুধে আরও বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আগাম খবর জেনে নিন

এদিকে এই নিয়েও ইতিমধ্যেই সিঙ্গল বেঞ্চের রায়ের পর বয়সের ঊর্ধ্বসীমা থেকে শুরু করে আরও কয়েকটি আবেদন সামনে রেখে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলাকারী চাকরিহারারা। এবার এসএসসি ইস্যু কোন মোড় নেয় সেটাই দেখার।