আর নয় ডোম! এবার থেকে নতুন পরিচয় পাচ্ছেন তারা, মন্ত্রীসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার মন্ত্রিসভার বৈঠকে (West Bengal cabinet meeting) একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। বছর শেষে মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের নিয়োগ, নতুন পদ সৃষ্টি, কর্মী নিয়োগ, কর্মী বদলি সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ডোমদের নতুন পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার থেকে নতুন পরিচয় পাচ্ছেন ডোমরা। নবান্নে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি খাতায় কলমে এবার ডোমদের পরিচয় হবে সৎকারকর্মী হিসেবে। নয়া নামকরণ হয়ে তাদের সৎকারকর্মী বলে ডাকা হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই জানান রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইঞা।

গতকাল দমকল বিভাগে ১০০০ শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। পূর্ব প্রতিশ্রুতি মতই তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল অনুমোদন পেল। ফলে এই সকল কর্মীরা এবার থেকে ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।

দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্ট এর পদ মিলিয়ে মোট ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমি দফতরে ৪২৭ টি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

nabanna

আরও পড়ুন: সাতসকালে বিরাট অ্যাকশন! নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে কলকাতা জুড়ে ED হানা, নজরে কে? শোরগোল

চলতি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে প্রাপকদের জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা ধাপে ধাপে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়েও বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গায় নয়া চরের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর