বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি অনিল আম্বানির পাশে দাঁড়াতে বিরাট পদক্ষেপ গ্রহণ করেছেন। মূলত, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড অনিল আম্বানির সহযোগী প্রতিষ্ঠান বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে (VIPL) ৪,০০০ কোটি টাকায় কিনে নিয়েছে। দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মাধ্যমে, আদানি পাওয়ার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই কোম্পানির সাথে চুক্তি করেছে।
বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):
আদানি পাওয়ার লিমিটেড (APL) কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ১৮ জুন, ২০২৫ তারিখে, জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের (NCLT) মুম্বাই বেঞ্চ বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডের জন্য তাদের সমাধান পরিকল্পনা অনুমোদন করেছে। VIPL-এর মহারাষ্ট্রের নাগপুর জেলার বুটিবোরিতে অবস্থিত একটি ৬০০ মেগাওয়াট দেশীয় কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। APL ৪,০০০ কোটি টাকায় এটি অধিগ্রহণ করেছে এবং সমাধান পরিকল্পনা তথা রেজোলিউশন প্ল্যান বাস্তবায়ন করেছে।
আরও পড়ুন: ভারতের এই তারকা প্লেয়ারকে আফ্রিদির সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, অবাক করবে কারণ
২০৩০ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা হবে ৩০,৬৭০ মেগাওয়াট: কোম্পানি জানিয়েছে যে, তারা ২০২৯-৩০ সালের মধ্যে ৩০,৬৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। কোম্পানিটি স্পষ্ট করেছে যে তাদের লক্ষ্য ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যে ৩০,৬৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতায় পৌঁছনো। এর জন্য আদানি গ্রুপের (Adani Group) এই সংস্থা একাধিক জায়গায় নির্মাণ কাজ করছে। উল্লেখ্য যে আদানি পাওয়ার বর্তমানে ৬ টি ব্রাউনফিল্ড আল্ট্রা সুপারক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। যার প্রতিটি প্ল্যান্টের ক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। এই প্ল্যান্টগুলি সিংরাউলি-মহান (মধ্যপ্রদেশ), রায়পুর, রায়গড় এবং কোরবা (ছত্তিশগড়) এবং কাওয়াই (রাজস্থান)-তে নির্মিত হচ্ছে।
আরও পড়ুন: শুল্কের ভয়ে না “ঝুঁকেই” বাজিমাত ভারতের ! আমেরিকার সাথে সম্পন্ন হল মিনি ট্রেড ডিল
এই প্রসঙ্গে আদানি পাওয়ার লিমিটেডের CEO এসবি খেয়ালিয়া জানিয়েছেন যে, “আমরা আমাদের সেগমেন্ট সম্প্রসারণ অব্যাহত রেখেছি। আমরা সাশ্রয়ী মূল্যে বেস-লোড বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ভারতে ‘সকলের জন্য বিদ্যুৎ’ দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
In our actions sit the promises we make. Promises to light up lives, to power dreams where darkness once lived, and to bring the sun home to every village.
The rays of change are here.
Hum Karke Dikhate Hain!#AdaniHKKDH #SurajSeRoshanBharat pic.twitter.com/AhjlqATKOu— Gautam Adani (@gautam_adani) July 8, 2025
বর্তমান ক্ষমতা কত: যদি আমরা আদানি পাওয়ারের বর্তমান অপারেশনাল ক্যাপাসিটি তথা পরিচালন ক্ষমতা সম্পর্কের দিকে তাকাই, সেক্ষেত্রে এই চুক্তির পর এটি ১৮,১৫০ মেগাওয়াট হয়ে গেছে। বর্তমানে, আদানি পাওয়ার লিমিটেড (Adani Group) দেশের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এই নতুন অধিগ্রহণের মাধ্যমে, পাওয়ার সেক্টরে আদানি গ্রুপের দখল আরও শক্তিশালী হবে বলে অনুমান করা হচ্ছে।