‘চোদ্দ গুষ্টির কাগজ চাইত রাজ্য’, NRC নোটিশে টালমাটাল উত্তম, মুখ খোলার পরেই তৎপর প্রশাসন

Published on:

Published on:

Mamata banerjee slams NRC notice calls it attack on democracy

বাংলা হান্ট ডেস্কঃ বারবার দরজায় কড়া নেড়েও মিলছিল না কাস্ট সার্টিফিকেট। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী হিমন্ত সরকার পরিচালিত অসম প্রশাসনের কাছ থেকে NRC নোটিস পেয়েই বেকায়দায় পড়েন। সেই সময়ও রাজ্য সরকার করছিল নীরবতা পালন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় সরব হতেই নাটকীয় মোড় নেয় গোটা ঘটনাটি।

উত্তমবাবুর অভিযোগ, একাধিকবার আবেদন সত্ত্বেও রাজ্য সরকার তাঁর কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) মঞ্জুর করেনি। ‘চোদ্দ গুষ্টির কাগজ’ দাবি করে ফিরিয়ে দেওয়া হয়েছিল আবেদন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক পোস্টেই মঙ্গলবার সকালেই বিডিও অফিসে (BDO Office) তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তাঁকে। শুরু হয় সার্টিফিকেট দেওয়ার কাজ। প্রশ্ন উঠছে—যে সার্টিফিকেট এতদিন ধরা দিচ্ছিল না, তা কি প্রশাসনের রাজনৈতিক চাপে আচমকাই হাতে এল?

মমতার (Mamata Banerjee) পোস্টেই তৎপর প্রশাসন, প্রত্যাহার হল NRC নোটিশ

মুখ্যমন্ত্রীর দাবি ছিল, উত্তমবাবুর মতো মানুষের কাছে NRC নোটিশ পৌঁছনো (NRC in Assam) দেশের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত। তিনি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার কিছুক্ষণের মধ্যেই উত্তমবাবুকে ডেকে পাঠানো হয়। আশ্চর্যভাবে অসম প্রশাসনও জানিয়ে দেয়—উত্তমবাবুর বিরুদ্ধে পাঠানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে। সূত্র বলছে, অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজবংশী (Rajbanshi) সমাজের কাউকে আর NRC নোটিশ পাঠাবে না।

উত্তমবাবুর সম্প্রতি বলেন, “আজ বিডিও অফিসে ডেকে বলল আজই কাস্ট সার্টিফিকেট (caste certificate) দেবে। অথচ আমি বহু বার আবেদন করেছিলাম, তখন বলেছিল বাপ-ঠাকুরদার কাগজ দাও। এতদিন কোথায় ছিল এরা?” তাঁর বক্তব্য থেকেই রাজনৈতিক পক্ষপাতের গন্ধ পাচ্ছেন অনেকে।

Mamata slams NRC notice calls it attack on democracy

আরও পড়ুনঃ দল ছাড়ার হুমকি দিতেই মুখ্যমন্ত্রীর নজরে সিদ্দিকুল্লা? পাঁচ মিনিট কথার পরে মন্ত্রী বললেন…

NRC বিরোধী আন্দোলনে ফের ময়দানে তৃণমূল (Trinamool Congress)

এই ঘটনাকে ঘিরেই মঙ্গলবার NRC বিরোধী মিছিলের আয়োজন করেছে তৃণমূল। দলের দাবি, শুধু উত্তমবাবু নন, বহু পিছিয়ে পড়া মানুষ বারবার হেনস্থার শিকার হচ্ছেন প্রশাসনিক জটিলতায়। সেই সুযোগেই বিজেপি পরিচালিত অসম সরকার পাঠাচ্ছে NRC নোটিশ। মমতার (Mamata Banerjee) পোস্ট এবং উত্তমবাবুর ঘটনাকে সামনে রেখে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের ছবি রাজনীতিতে।