ইউনুস সরকার সভ্যতার শত্রু! ‘আমি কিছুই করতে পারিনি’, চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারিতে আক্ষেপ শমীকের

Published on:

Published on:

Shamik Bhattacharya cries over Chinmoy arrest

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল পরিস্থিতি। দীর্ঘদিন ধরে জামিন না-পাওয়া, বারবার আর্জি খারিজ—সব মিলিয়ে এপার বাংলাতেও সেই আঁচ স্পষ্ট। আর সেই আবেগের জায়গা থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁদলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বললেন, “ওঁকে যারা বন্দি করেছে, তারা সভ্যতার শত্রু (enemy of civilization)।”

মঙ্গলবার একান্ত সাক্ষাৎকারে আবেগতাড়িত শোনাল শমীককে (Shamik Bhattacharya)। বললেন, “গ্রেপ্তারির ২০ দিন আগেও এসেছিলেন। এখানে বসেই জীবনানন্দের কবিতা বলেছিলেন। আমি এখনো বিশ্বাস করি না যে ও জেলে।” তিনি আরও জানান, চিন্ময়ের ফোন থেকেই এক অচেনা কণ্ঠ জানায়, “স্বামীজিকে গ্রেপ্তার করা হয়েছে।” সেই ফোন আজও নিজের কাছে রেখেছেন তিনি।

ইউনুস সভ্যতার শত্রু, বিস্ফোরক মন্তব্য বিজেপি সভাপতির (Shamik Bhattacharya)

শমীকের (Shamik Bhattacharya) কথায়, “চিন্ময় একজন শান্ত সন্ন্যাসী। ওর সঙ্গে যা হয়েছে, তা মানবতা বিরোধী (against humanity)। আমি কিছু করতে পারিনি বলে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে।” একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন। বলেন, “যারা চিন্ময়ের মতো একজন মানুষকে বন্দি করে, তারা সভ্যতারই শত্রু।”

Shamik Bhattacharya cries over Chinmoy arrest

আরও পড়ুনঃ ভারত বনধে উত্তপ্ত বাংলা! ডোমজুড় থেকে জলপাইগুড়ি, কোথাও ধস্তাধস্তি কোথাও লাঠিচার্জ, জেলায় জেলায় শুরু গ্রেফতারি

২৫ নভেম্বর থেকে জেলবন্দি চিন্ময়, জামিনের আর্জিও খারিজ

গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (Dhaka Police)। অভিযোগ, বাংলাদেশে হিন্দু নির্যাতনের (Hindu persecution) প্রতিবাদ করার কারণে তাঁকে নিশানা করা হয়েছে। তিনি ছিলেন সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্র। জামিনের আবেদন একাধিকবার খারিজ করেছে আদালত।