বাংলা হান্ট ডেস্কঃ NRC বিতর্কে ফের উত্তাল বাংলার রাজনীতি। অসম সরকারের এক নোটিশ ঘিরে বিতর্ক ছড়াতেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি এক্স হ্যান্ডেলে (X handle) একটি পোস্টে করে তিনি কটাক্ষের সুরে বলেছেন যে—“যে রাজ্যে জনাদেশ নেই, সেখানে কীসের নৈতিক অধিকার!”
উত্তম কুমার ব্রজবাসী নামের এক কোচবিহারবাসীকে এনআরসি নোটিশ পাঠানোর প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “ভয় আর নিরাপত্তাহীনতা (fear and insecurity) ছড়াতেই বাংলাভাষীদের নিশানা করছে বিজেপি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অসমে বিজেপির ডিটেনশন ক্যাম্প মডেলকে (detention camp model) অনুসরণ করেই পশ্চিমবঙ্গে তা চাপিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে তারা।
‘নতুন লড়াই শুরু হয়েছে, এটা শুধু রাজনীতি নয়’
অভিষেকের (Abhishek Banerjee) ভাষায়, “এটা এখন শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা ভারতের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম।” বাংলার মানুষ কখনও নতিস্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগেই মমতা লিখেছেন, “বাংলায় বিজেপির কোনও অধিকার নেই, তবু চাপিয়ে দিতে চাইছে এনআরসি। এটা গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ।”
অসমের নোটিশ ঘিরে উত্তাল পরিস্থিতি, সরব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব (Abhishek Banerjee)
তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, উত্তমবাবুর নাম ১৯৬৬-র ভোটার তালিকায় ছিল। সেই প্রমাণ থাকা সত্ত্বেও, তাঁকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই অভিষেক-সহ (Abhishek Banerjee) শীর্ষ নেতারা প্রশ্ন তুলছেন, “এ রাজ্যে বিজেপি সরকার নেই, অথচ এনআরসি চাপাতে মরিয়া কেন?”