বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবারে তুলনায় বুধবার সোনার দামে (Gold Price) কিছুটা পতন এসেছে। মঙ্গলবারের তুলনায় সোনার ( Gold) দাম এক ভরিতে প্রায় ৫০০ টাকা কমে গিয়েছে। পাশাপাশি, ২৪ ক্যারাট, ২২ ক্যারাট কিংবা ১৮ ক্যারাট সমস্ত রকম সোনার দামেই পতন এসেছে আজ। অতএব, সোনা কিনতে আজ অনেকটাই কম খরচ হবে।সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আম জনতা। পাশাপাশি বর্তমানে চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ীরা।
দেখুন আজকের সোনার দরে কী বদল এসেছে?(Gold Price)
আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৯৬১৭ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনার সোনা কিনতে গেলে দিতে হবে ৯১৩৫ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট ১গ্ৰাম সোনা বিক্রি করলে আজ দাম পাবেন ৮৭৫১ টাকা। এছাড়াও ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৭৫০০ টাকা। পাশাপাশি আজকে রুপো(৯৯৯) ১ কেজির দাম পড়বে ১০,৭৭,৪৭ টাকা।
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ে ২২ ও ২৪ ক্যারাটের সোনার দাম একই আছে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
আরও পড়ুন: একদম ফ্রি! টিকিট কাটলেই এই পরিষেবা গুলি পাবেন বিনা পয়সাতে, দুর্দান্ত স্কিম চালু করল ভারতীয় রেল
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।