বাংলা হান্ট ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় ভয়াবহ। রেললাইন পারাপারের সময় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা (Train Accident)। পড়ুয়া সমেত ভ্যানটিকে ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন (Passenger train)। ঘটনাটি ঘটেছে চিদাম্বরমের সেমাঙ্গুপ্পামের কাছে থাকা একটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ পড়ুয়ার পাশাপাশি ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন পড়ুয়া ৷
তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের ধাক্কা স্কুল বাসে, মৃত ৩ (Train Accident)
সূত্রের খবর, এ দিন সকাল সাতটা নাগাদ দুর্ঘটনা (Accident) ঘটে চিদাম্বরমের সেমাঙ্গুপ্পামের কাছে থাকা একটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, পড়ুয়াদের স্কুলে নিয়ে যাচ্ছিল বাসটি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাড়াহুড়োয় রেলওয়ে লেভেল ক্রসিং পেরনোর সময় দ্রত গতিতে আসা ট্রেনটি দেখতেই পাননি বাসের চালক। রেল লাইনের উপর বাসটি উঠতেই ট্রেন সজোরে ধাক্কা মারে বাসকে। ট্রেনের ধাক্কায় স্কুলবাসটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে উল্টে যায়। পাশাপাশি দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
দুর্ঘটনার জোরালো আওয়াজ শুনে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে। সূত্রের খবর, ঘটনাস্থলেই কমপক্ষে ৩ পড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর জখম হয় পাঁচ শিশু। আহত আরও অনেক পড়ুয়া। আহতদের কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: ভারত বনধের দিন সস্তা হল হলুদ ধাতু, আজ ১ গ্ৰাম সোনা কিনতে কত খরচ পড়বে জানুন…
এই দুর্ঘটনার বিষয়ে রেল দফতর জানিয়েছে সকাল ৭টা ৪৫ নাগাদ পড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি কাড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করার চেষ্টা করে। সেই সময় ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে স্কুল ভ্যানটিকে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খোলা রেলগেট দেখে পাড়াবারের চেষ্টা করেন স্কুল ভ্যানের চালক৷ আর সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident)।