দলের মধ্যে লুকিয়ে ধর্ষক? এবার দলীয় কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলল খোদ তৃণমূল নেত্রী

Published on:

Published on:

Trinamool Congress Leader Alleges Assault by Party Members

বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার চাপড়ায় রাতে বাড়ি ফেরার সময় ধর্ষণের চেষ্টার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেত্রী। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে এক ভিলেজ পুলিশের (village police) এবং এক স্থানীয় তৃণমূল নেতার (Trinamool Congress)। নির্যাতিতা নেত্রীর দাবি, অভিযুক্তরা শুধু তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেই থামেনি, তাঁর বাড়ির দরজায় চড়াও হয়ে ভাঙচুরের চেষ্টা করে। শেষ পর্যন্ত মেয়ে থানায় ফোন করে পুলিশ ডাকে। রাতেই চারজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয় এবং পুলিশ তাদের গ্রেফতারও করে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

FIR তুলে নিতে ফোনে চাপ, হুমকি পাচ্ছেন নির্যাতিতা

তবে এখানেই থেমে থাকেনি ঘটনা। অভিযোগ, FIR তুলে নেওয়ার জন্য ফোনে হুমকি দেওয়া হচ্ছে ওই মহিলাকে। চাপড়া ব্লক তৃণমূলের (Trinamool Congress) সাধারণ সম্পাদক সুরজিৎ ঘোষ ওরফে ট্রফি-র বিরুদ্ধে এই হুমকির অভিযোগ উঠেছে। নির্যাতিতা জানান, ওই নেতার সঙ্গে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের শ্বশুরও তাঁকে চাপে রাখার চেষ্টা করছেন।

চাপড়া থানার পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ভিলেজ পুলিশকে ডিমোবিলাইজ করা হয়েছে। এখনও আতঙ্কে দিন কাটছে নির্যাতিতার। তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন, সব সময় এক অজানা ভয় যেন তাঁকে তাড়া করে ফিরছে।

Trinamool Congress Leader Alleges Assault by Party Members

আরও পড়ুনঃ ১৮ই জুলাই জয়রামবাটী থেকে ট্রেন চলবে মোদির হাত ধরে! বিষ্ণুপুরবাসীর মুখে হাসি ফেরালেন সৌমিত্র খাঁ

রাজনীতির রঙ গাঢ়, বিজেপির প্রশ্ন “তৃণমূলের ধামাচাপা?”(Trinamool Congress)

এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর কথায়, “তৃণমূল নেত্রীকে (Trinamool Congress) ধর্ষণের চেষ্টা, আর দলের লোকই বলছে FIR তুলে নিতে! এটা ধামাচাপা দেওয়ার চেষ্টার ছাড়া কিছুই নয়।” অন্যদিকে এলাকার তৃণমূল বিধায়ক রূপবান রহমান বলেন, “অন্যায় যেই করুক, তার বিচার হবে। আইন আইনের পথেই চলবে।”