বাংলা হান্ট ডেস্কঃ গত অগাস্ট থেকে এই জুলাই। আর জি কর (RG Kar Case) ঘটনার প্রায় এক বছর হতে চলল। চলতি বছরই আর জি কর হাসপাতালে কর্মরত ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Ray) দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। সঞ্জয়কে আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল শিয়ালদা কোর্ট। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ধর্ষক সিভিক ভলান্টিয়ার।
হাইকোর্টে আরজি কর কাণ্ডের ধর্ষক সঞ্জয় রায় | RG Kar Case
সঞ্জয়ের দাবি, আর জি কর ঘটনায় সে নির্দোষ। তাই এই ঘটনায় মুক্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবদেন করেছে সঞ্জয়। জানা যাচ্ছে আগামী ১৬ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। সেই ঘটনার ১০ মাস পর হাইকোর্টের দ্বারস্থ ‘ধর্ষক’ সঞ্জয় রায়। এদিকে সম্প্রতি আর জি করের সেই ঘটনাস্থল দেখার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। সেই বিষয়ে অনুমতি মিলেছে ইতিমধ্যেই।
ফের বাড়ছে আন্দোলনের ঝাঁজ
এদিকে আগামী ৯ অগাস্ট নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে পথে নামছেন আন্দোলনকারীরা। তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের হবে রাত দখল। ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: “এখন হানিমুন পিরিয়ড চলছে! তবে…”, দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও গিলকে “ওয়ার্নিং” সৌরভের
৮ অগাস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নেমে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজারে জমায়েতের থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিলের কর্মসূচীর ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফের একবার সমাজের সব স্তরের মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।