যে জিনিসের জন্য সমগ্র বিশ্বকে হুমকি দিচ্ছে চিন! তারই বিকল্প খুঁজে পেল ভারত, চলছে চুক্তির প্রস্তুতি

Published on:

Published on:

India is in talks with Australia on this matter.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চিন ভারত (India) সহ একাধিক দেশে রেয়ার আর্থ মিনারেলসের (Rare Earth Minerals) শিপমেন্ট স্থগিত করেছে। যার ফলে সমগ্র বিশ্বের ইলেকট্রনিক এবং অটো ইন্ডাস্ট্রি সঙ্কটের সম্মুখীন হয়েছে। যদিও, আমেরিকা এবং ইউরোপ সহ কিছু দেশে ইতিমধ্যেই এই শিপমেন্ট শুরু হয়ে গেলেও ভারতে তা এখনও শুরু হয়নি। বরং, চিন বারবার ভারতের শিপমেন্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন ভারত এটির সমাধান প্রায় খুঁজে পেয়েছে।

বড় পদক্ষেপের পথে ভারত (India):

ইতিমধ্যেই একজন অস্ট্রেলিয়ান আধিকারিক জানিয়েছেন যে, ভারত (India) অস্ট্রেলিয়ার সাথে রেয়ার আর্থ মিনারেলসের জন্য আলোচনা করছে। চিনের রফতানি সংক্রান্ত বাধার কারণেই এই আলোচনা হয়েছে। উভয় দেশ (ভারত-অস্ট্রেলিয়া) রেয়ার আর্থ মিনারেলসের জন্য একে অপরের সাথে আলোচনা করছে এবং ব্লক উপলব্ধও রয়েছে। এর ফলে, ভারতের জন্য প্রাথমিক পর্যায়ে ব্লক নেওয়ার এবং কিছু কোম্পানির সাথে চুক্তি করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার মালিনী দত্ত এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

India is in talks with Australia on this matter.

অস্ট্রেলিয়া থেকে তামা নিয়ে আসার ওপর দেওয়া হচ্ছে জোর: ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুসারে, মালিনী জানিয়েছেন যে, ভারতের (India) বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রই অস্ট্রেলিয়ায় তামার ব্লকের প্রতি আগ্রহ দেখিয়েছে। ইন্ডিয়া এনার্জি স্টোর (IESA) আয়োজিত ইন্ডিয়া এনার্জি স্টোর উইক (IESW) ২০২৫ উপলক্ষ্যে তিনি এই কথা বলেন। মালিনী বলেন, “আমার সাথে যে কথোপকথন হয়েছে, তাতে দেখা গেছে, তামার ক্ষেত্রেও অনেক আগ্রহ রয়েছে। বেসরকারি এবং সরকারি উভয় সেক্টরের কোম্পানির আগ্রহ রয়েছে, যারা তামা (ব্লক) খুঁজছে।”

আরও পড়ুন: বাংলাদেশ নয়, ইংল্যান্ড সফরের পর এই দলের সঙ্গে ODI ও T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? মিলল আপডেট

বড় কোম্পানিগুলির বিনিয়োগ: তিনি আরও জানান যে, “আপনার জানেন যে সেখানে স্মেল্টার রয়েছে এবং আদানির মতো কোম্পানিগুলি বড় বিনিয়োগ করেছে। সেখানে প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়। এটি এমন একটি ক্ষেত্র যেখানে অনেকেই নজর রাখছে।” উল্লেখ্য যে, চিন দ্বারা রেয়ার আর্থ মিনারেলস পদার্থ এবং চুম্বক রফতানির ওপর নিষেধাজ্ঞার ফলে দেশীয় গাড়ির শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। রেয়ার আর্থ হল ১৭ টি উপাদান দিয়ে তৈরি ধাতুর একটি গ্রুপ। যদিও এই খনিজ পদার্থগুলি অন্যান্য দেশেও পাওয়া যায়, তবুও সেখান থেকে রফতানি করা ভারতের (India) জন্য ব্যয়বহুল।

আরও পড়ুন: “এখন হানিমুন পিরিয়ড চলছে! তবে…”, দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও গিলকে “ওয়ার্নিং” সৌরভের

চিন ৯২ শতাংশ রেয়ার আর্থ কন্ট্রোল করে: আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে, চিন বর্তমানে বিশ্বব্যাপী খননকৃত রেয়ার আর্থ উৎপাদনের ৬১ শতাংশ উৎপাদন করে। কিন্তু, তারা বিশ্বব্যাপী উৎপাদনের ৯২ শতাংশ নিয়ন্ত্রণ করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪৬ শতাংশ শুল্ক আরোপের পর চিন রেয়ার আর্থ মিনারেলসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।