বৃহস্পতিতে আরও বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আগাম খবর

Updated on:

Updated on:

South Bengal Weather get wet tomorrow Weather news

বাংলা হান্ট ডেস্ক: টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিন বঙ্গবাসী (South Bengal Weather)। মঙ্গল সারাদিন ধরে চললো বৃষ্টি। পাশাপাশি বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিপাতের ফলে নাজেহাল হচ্ছে রাজ্যবাসী। কলকাতা সহ শহরতলীর একাধিক জায়গায় জমেছে জল। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে বঙ্গের পরিস্থিতি উন্নতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। কারণ গাঙ্গেয় বঙ্গের ওপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। রাজ্যে সক্রিয় হয়েছে বর্ষার হাওয়া। যার ফলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত হবে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (Soth Bengal)।

ঘনীভূত নিম্নচাপ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে বৃহস্পতিবার একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। যেটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এই ফলে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এছাড়াও, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal) আরও ১০টি জেলায়। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।

South Bengal Weather get wet tomorrow Weather news

আরও পড়ুন: ১০ বছর ধরে চিকিৎসকদের ব্যর্থতার পর, রোগ শনাক্ত করল ChatGPT

দক্ষিনবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal)  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ,বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।