বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কসবার ল’ কলেজে এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনা বর্তমানে সমগ্র রাজ্যজুড়েই চর্চায় রয়েছে। পাশাপাশি, গণধর্ষণে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে TMCP-র ছাত্রনেতা মনোজিৎ মিশ্রর নাম। মূল অভিযুক্ত মনোজিৎ ওই কলেজেরই প্রাক্তনী ও অস্থায়ী কর্মী ছিল। এদিকে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছে বিজেপি। যেখানে কলকাতার ঐতিহ্যবাহী যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Chaudhuri College) রুমের একটি ভিডিও দেখা গিয়েছে।
যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Chaudhuri College) ভিডিও ভাইরাল:
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে কলেজের (Jogesh Chandra Chaudhuri College) রুমের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তন্ময় দে-কে দুই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করতে দেখা গিয়েছে। তবে, ওই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। কিন্তু, ভিডিওটি সামনে আসতেই ফের শুরু হয়েছে বিতর্ক।
Inside Jogesh Chandra Chaudhuri College, TMCP member Tanmoy Dey has been engaging in inappropriate and predatory behavior towards female students.
His source of power is Sabbir Ali, a former college student who continues to wield considerable influence on campus. Both of them… pic.twitter.com/dXrpSonSmw
— BJP West Bengal (@BJP4Bengal) July 9, 2025
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি অভিযোগ জানিয়েছে যে, “যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Chaudhuri College) ভেতরে, TMCP-র সদস্য তন্ময় দে মহিলা পড়ুয়াদের প্রতি আপত্তিকর আচরণে লিপ্ত হয়েছে। তার (তন্ময় দে) ক্ষমতার উৎস হলেন সাব্বির আলী, যিনি ওই কলেজের একজন প্রাক্তন ছাত্র। তিনি কলেজের ক্যাম্পাসে যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন।”
আরও পড়ুন: অ্যাকাউন্ট খালি থাকলেও আর নেই চিন্তা! SBI সহ এই ৬ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ, স্বস্তিতে গ্রাহকরা
পাশাপাশি, ওই পোস্টে আরও জানানো হয় যে, তন্ময় এবং সাব্বির আলী দু’জনকেই প্রায়শই তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। তৃণমূলের এই নেতাদের কারণেই বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষাহীন বোধ করেন বলেও দাবি করা হয়েছে পোস্টে। এছাড়াও কলেজ ক্যাম্পাসে মহিলাদের নিরাপত্তাহীনতা এবং তৃণমূলের ভীতির পরিবেশ বজায় রয়েছে বলেও বিজেপির তরফে ওই পোস্টে (Jogesh Chandra Chaudhuri College) জানানো হয়।
আরও পড়ুন: যে জিনিসের জন্য সমগ্র বিশ্বকে হুমকি দিচ্ছে চিন! তারই বিকল্প খুঁজে পেল ভারত, চলছে চুক্তির প্রস্তুতি
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনার পরেই রাজ্যের বিভিন্ন কলেজে তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আনছে বিজেপি। চলতি সপ্তাহেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর কলেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে সংশ্লিষ্ট কলেজের ইউনিয়ন রুমে বসে তৃণমূলের এক ছাত্রনেতার মাথা টিপে দিতে দেখা যায় এক তরুণীকে। ওই ছাত্রনেতা সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়। যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। ঠিক এই আবহেই সামনে এল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Chaudhuri College) আরও একটি ভিডিও।