“আমার নোবেল প্রাপ্য”— বিস্ফোরক দাবি কেজরিওয়ালের, কি বলল বিজেপি?

Published on:

Published on:

Arvind Kejriwal says I deserve Nobel Prize

বাংলা হান্ট ডেস্কঃ প্রশাসনিক দক্ষতায় নিজেকে ‘নোবেল’ প্রাপ্য বলে দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর এই মন্তব্য ঘিরে রীতিমতো রাজনৈতিক ঝড় উঠেছে। বিজেপির (BJP) কটাক্ষ, দুর্নীতির নোবেল থাকলে তবেই প্রাপ্য হতো কেজরিওয়ালের। তীব্র বাক্‌যুদ্ধে উত্তপ্ত দিল্লির রাজনীতি।

চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “আমার কাজের জন্য আমি নোবেল (Nobel Prize) পাওয়ার যোগ্য।” তাঁর কথায়, বারবার বাধা দেওয়া সত্ত্বেও তিনি প্রশাসনে স্বচ্ছতা এনেছেন, মানুষের টাকা বাঁচিয়ে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। কেজরিওয়ালের (Arvind Kejriwal) এই মন্তব্য ভাইরাল হওয়ামাত্র শুরু হয় বিরোধীদের কটাক্ষের ঝড়।

বিজেপির (BJP) তীব্র আক্রমণ, দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন বীরেন্দ্র সচদেব (Virendra Sachdeva)

দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব (Virendra Sachdeva) বলেন, “নিজের মুখে নিজেকে নোবেল দেওয়া হাস্যকর। বরং দুর্নীতি (Corruption), অযোগ্যতা (Incompetence) ও অরাজকতার (Chaos) জন্য যদি কোনও পুরস্কার থাকত, কেজরিওয়াল (Arvind Kejriwal) তা পেতেন।” তিনি একে একে তুলে ধরেন আম আদমি পার্টি সরকারের বিভিন্ন বিতর্ক—স্কুল নির্মাণে অনিয়ম (School Scam), মহিলা পেনশন প্রকল্পে দুর্নীতি, প্যানিক বাটন দুর্নীতি, ‘শীশমহল’ রক্ষণাবেক্ষণে অপচয়, ও মদ নীতিতে কেলেঙ্কারি (Liquor Scam)।

স্বপক্ষ রক্ষায় কেজরিওয়ালের (Arvind Kejriwal) পাল্টা যুক্তি

আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “যদি কোনও সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তার মডেল (Model) একদিনে ভেঙে পড়ে। কিন্তু আম আদমি পার্টির শাসন চলছে—এটাই প্রমাণ করে যে, আমরা সৎভাবে রাজনীতি করি।” তিনি দাবি করেন, দিল্লি ও পাঞ্জাবে তাঁদের সরকার সফল হয়েছে কারণ তাঁরা মানুষের জন্য কাজ করেছেন।

Arvind Kejriwal says I deserve Nobel Prize

আরও পড়ুনঃ স্কুল সার্ভিস কেলেঙ্কারি নিয়ে ফের হাই কোর্টে ধাক্কা এসএসসি-র, ‘অবৈধ মেমো’ খারিজ, নিয়োগের নির্দেশ

২০২৪-র সেপ্টেম্বরে দিল্লিতে ক্ষমতা হারানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজও দিল্লির মানুষ আমরাই শাসন করছি বলে মনে করেন। বিজেপি বিধায়করা শাসনের বদলে এখন লুটপাটে ব্যস্ত।” তবে বিজেপির (BJP) দাবি, কেজরিওয়ালের (Arvind Kejriwal) মুখে স্বচ্ছতা শোভা পায় না, কারণ তাঁর সরকারের একাধিক কেলেঙ্কারি (Scandals) এখনও মানুষের মনে দাগ কেটে আছে।