বাংলার গাড়ির মালিকদের এবার সোনায় সোহাগা! দুর্দান্ত এই সিদ্ধান্তটি নিল পশ্চিমবঙ্গ সরকার

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের গাড়ি মালিকদের জন্য বড় সুখবর। আপনার যদি নিজস্ব গাড়ি থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদন মন দিয়ে পড়ুন। আমরা চলে এসেছি ২০২৩ সালের অন্তিম লগ্নে। আর কিছুদিন পর শুরু হয়ে যাবে নতুন বছর। নতুন বছরে পশ্চিমবঙ্গের গাড়ি মালিকদের জন্য রয়েছে বড় খবর।রাজ্য সরকারের তরফে নতুন বছরে বাসিন্দাদের জন্য একটি বড় আপডেট দেওয়া হয়েছে। 

সরকারের এই নতুন ঘোষণা শুনলে অনেকেই আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। যাদের নিজস্ব গাড়ি আছে সরকারের এই ঘোষণার ফলে তারা আরো বেশি উৎফুল্ল হবেন।বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসের মধ্যে রাজ্যের সমস্ত ধরনের রেজিস্টার্ড গাড়ির ১০০ শতাংশ কর মুকুব করা হবে।

আরোও পড়ুন : খাস কলকাতায় পৈশাচিক ঘটনা! ১৩ বছরের মেয়েকে বারবার ধর্ষণ পুলিশ বাবার, থানার দ্বারস্থ নাবালিকা

এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকার মনে করছে ব্যক্তিগত এবং বাণিজ্যিক দুই ধরনের গাড়ির মালিকদের বকেয়া কর মেটাতে উৎসাহিত করবে।রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত গাড়ির ফিটনেস সার্টিফিকেট না থাকার জন্য কর ১০০% মুকুব ও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব নবায়ন বা পারমিট ইস্যু করার ক্ষেত্রে জরিমানা ধার্য্য করা হবে। 

img 20231229 151507

 

পরিবহন মন্ত্রীর কথায়, ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসের মধ্যে  ১০০% ছাড় দেওয়া হবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ট্যাক্স এর উপর।পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন বলেছেন, প্রায় দেড় কোটি গাড়ি রয়েছে রাজ্যে। অধিকাংশ গাড়ি নিয়ম মতো কর দেয়। রিনিউ করে পারমিট। তবে অনেক গাড়ির মালিক সময় মতো কর দেন না বা ফিটনেস সার্টিফিকেট করান না। এরকম প্রায় সাড়ে ১২ লক্ষ গাড়ির কর সরকার পায়নি। অনেক গাড়ি রয়েছে যেগুলির ফিটনেস সার্টিফিকেট নেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর