বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) ধর্ষণ-খুনের ঘটনার ১০ মাস পর আরজি করের ঘটনাস্থল দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানিয়ে প্রথমে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে নির্যাতিতার পরিবারকে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে বলে হাইকোর্ট।
আরজি কর মামলায় বড় প্রশ্ন তুলল আদালত | RG Kar
‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শনের আবেদনে সিবিআই তরফে অনুমতি মিললেও শিয়ালদহ আদালত সেই দাবি খারিজ করে দিল। শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল বুধবার তিলোত্তমার পরিবারের আবেদন খারিজ করে কার্যত বিস্মিয় প্রকাশ করেছেন সিবিআই-এর ‘নো অবজেকশন’ নিয়ে।
বিচারপতির মন্তব্য, ‘পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে তাদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান। তাহলে এক্ষেত্রে সিবিআই কেন নো অবজেকশন দিল না? সিবিআইয়ের অবস্থা শোচনীয়।’ আদালতের প্রশ্ন, কেন সিবিআই নো অবজেকশন দিল না? তাহলে কী তারা মনে করছে তাদের তদন্তই ঠিক হয়নি? তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরাই ঠিক কাজ করেনি? তাই যদি হয় তাহলে এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হল? সরাসরি প্রশ্ন তোলেন বিচারপতি।
CBI তদন্তে প্রশ্ন, উত্তর অধরা | RG Kar
যদিও বিচারপতি একাধিক প্রশ্ন তুললেও উত্তর মেলেনি। কারণ বুধবার মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এদিন সিবিআইকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে আদালত।
আরজি করের ধর্ষণ-খুন মামলা ছাড়াও আর্থিক দুর্নীতির মামলা চলছে। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছিলেন। কিন্তু একটি মামলায় তারা জামিন পেয়ে যান। এই প্রসঙ্গ তুলেই বিচারপতি বলেন,সিবিআইয়ের চার্জশিট জমা না দেওয়ার জন্যই তারা জামিন পেয়েছেন।
আরও পড়ুন: স্কুল সার্ভিস কেলেঙ্কারি নিয়ে ফের হাই কোর্টে ধাক্কা এসএসসি-র, ‘অবৈধ মেমো’ খারিজ, নিয়োগের নির্দেশ
সিবিআই-র ভূমিকায় প্রশ্ন তুললেও নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতির মন্তব্য, আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, আর জি কর ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এসেছেন। এবার আদালত যেই প্রশ্ন তুলে দিল তাতে বিতর্কে আরও বাড়ল।