“পুরোটাই সাজানো”—রাজন্যার AI ছবি বিতর্কে বিস্ফোরক মন্তব্য বন্ধু বৈশালীর

Published on:

Published on:

Rajanya Halder misled the public says TMCP leader Baishali

বাংলা হান্ট ডেস্কঃ কসবাকাণ্ডের আবহে বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদারের (Rajanya Halder) মন্তব্য ঘিরে ফের বিতর্ক। এবার মুখ খুললেন তাঁরই পুরনো সঙ্গী ও জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দত্তগুপ্ত। রাজন্যার (Rajanya Halder) বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘পরিকল্পিত প্রচার’ বলে আক্রমণ করলেন তিনি। প্রশ্ন তুললেন, তৃণমূল ছাত্র পরিষদের ভিতরেই কি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র?

চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশালী বলেন, “রাজন্যা বলছে অনেক মনোজিৎ আছে। আমরা বলছি এক মনোজিৎ দেখিয়ে মেয়েদের জুজু দেখানো হচ্ছে, যাতে তাঁরা ভাবে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এ মেয়েরা সুরক্ষিত নয়।” তাঁর বক্তব্য, তিনি নিজে বহু বছর ধরে দল (Trinamool Congress) করছেন, বহু আন্দোলনে সামিল হয়েছেন, কিন্তু কখনও অসম্মান বা সুরক্ষার অভাব অনুভব করেননি। বরং দলের ‘দাদা-ভাই’-রাই পাশে থেকেছেন।

রাজন্যা (Rajanya Halder) আগেই দাবি করেছিলেন, তাঁর AI তৈরি নগ্ন ছবি (AI Morphed Image) মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) দেখাতে পারেননি। সেই দাবি ঘিরেই বৈশালী পাল্টা জবাবে বলেন, “২১ জুলাইয়ের সভায় মঞ্চে বক্তব্যের সুযোগ পেয়েছিল রাজন্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানাতে পারেনি, এটা মিথ্যে ছাড়া কিছু নয়।”

বিজেপির (BJP) দিকে ঝুঁকছেন রাজন্যা (Rajanya Halder)? ইঙ্গিত বৈশালীর

বৈশালীর কটাক্ষ, “রাজন্যার বাবা সম্প্রতি নতুন বিজেপি (BJP) সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এমনকী রাজন্যা (Rajanya Halder) লোকসভা ভোটের আগে দাবি করেছিল, বিজেপি নাকি ওকে টিকিট দেবে।” বৈশালীর অভিযোগ, রাজন্যা (Rajanya Halder) আরজি কর বিতর্কে (RG Kar controversy) সিনেমা বানিয়ে দলের অনুমতি ছাড়াই প্রচার করেন। সেই সময় বলেন, ‘নেত্রী রাজন্যা আর অভিনেত্রী রাজন্যা আলাদা।’

Rajanya Halder misled the public says TMCP leader Baishali

আরও পড়ুনঃ “আমার নোবেল প্রাপ্য”— বিস্ফোরক দাবি কেজরিওয়ালের, কি বলল বিজেপি?

রাজন্যার (Rajanya Halder) দাবি অনুযায়ী, অভিযুক্ত মনোজিৎ AI দিয়ে ছবি বানিয়ে বিভিন্নজনের মোবাইলে পাঠায়। তাঁর স্বামী প্রান্তিক সেই ছবি পান জুনিয়রের মোবাইল মারফত। ভিডিও ও ছবি ঘিরেই রাজন্যা (Rajanya Halder) অভিযোগ জানালে, দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল (Trinamool Congress)। এখন সেই ঘটনার আবহে রাজন্যার (Rajnanya Halder) উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই।