বাংলাহান্ট ডেস্ক : বিয়ের ভরা বাজারে মুখে হাসি স্বর্ণ ব্যবসায়ী এবং ক্রেতাদের। মধ্যবিত্তদের বড়সড় স্বস্তি দিয়ে কমল সোনার দাম (Gold Price)। গত এক সপ্তাহ ধরেই সোনার দাম রয়েছে পড়তির দিকে। এই কদিনে কয়েক হাজার টাকা কমেছে হলুদ ধাতুর দাম। তাই বিয়ের বাজারে আবারও বিক্রি বাড়ার আশাই করছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
গত সাতদিন ধরে দাম কমার পর আজ বৃহস্পতিবার, ১০ জুলাইও দাম (Gold Price) কমই রয়েছে সোনালি ধাতুর। এদিন কলকাতায় ২২ ক্যারাট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ৮,৯৯৯ টাকা। অন্যদিকে ২৪ ক্যারাট প্রতি গ্রাম সোনার দাম (Gold Price) এদিন রয়েছে ৯,৮১৭ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৭,৩৬৩ টাকা। এর সঙ্গে রয়েছে জিএসটি।
ঊর্দ্ধমুখী ছিল সোনার দাম: মাস খানেক আগেও চিত্রটা ছিল অন্য রকম। সোনার দামের (Gold Price) উর্দ্ধগতিতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল মধ্যবিত্তের। মাত্র কয়েকদিনের ৯০ হাজার পেরিয়ে যায় সোনার দাম। এদিকে বিয়ের বাজারে বিক্রিবাটা কেমন হবে না হবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিন্তু হঠাৎ সোনার দামে (Gold Price) এমন উলটপুরাণ কেন?
আরো পড়ুন : তিন মাসেই ভরে গেল মন? বিবাহবিচ্ছেদের পথে অভিষেক-শার্লি! পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা
কেন হঠাৎ পতন দামে: অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের মতে, বিশ্ব বাজার থেকে দুর্বল সংকেত এবং ডলার শক্তিশালী হতেই দাম পড়তে শুরু করেছে সোনার (Gold Price)। আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ১১.৬৬ ডলার কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,২৮৯.৮১ ডলারে। দেশীয় বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কমতেই সোনার দাম কমছে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : চেক বই নিয়ে যান বাজার করতে! এই টলিউড অভিনেতার অভ্যাসের কথা জানতেন?
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সোনার দামে এই পতন সাময়িক হতে পারে। আগামীতে দামে আরও ওঠানামা দেখা যেতে পারে। তাই যারা বেশি দামে সোনায় বিনিয়োগ করেছিলেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।