বাংলা হান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিকের (Uchchomadhyamik Pariksha) পর জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Examination) নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনার শেষ থাকেনা। এই পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসির মত বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি অবধি অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।
তার মাঝেই খবর মিলল, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-র নির্দেশিকা মেনে এবার পরীক্ষার নিয়মে এক বিশেষ বদল আনা হয়েছে। সদ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examination Board) তরফে সেই পরীক্ষার তথ্য সংক্রান্ত যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে এবার থেকে জয়েন্টে বসতে গেলে কেমিস্ট্রির উপর ভরসা না করলেও চলবে। অর্থাৎ এবার কেবল অঙ্ক এবং ফিজিক্সই বাধ্যতামূলক।
আসলে পূর্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য মোট তিনটি বিষয় বাধ্যতামূলক ছিল। উচ্চমাধ্যমিক স্তরে কেমিস্ট্রি না থাকলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে দেওয়া হতনা। তবে এবার যদি কারও কেমিস্ট্রি ভালো না লাগে তাহলে সে নির্দ্বিধায় এই বিষয়টিকে বাদ দিতে পারবেন। কেবল ফিজিক্স আর গণিতের উপর ভরসা করেই বসতে পারবেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়।
আরও পড়ুন : ‘রামের পুজো করতে হিন্দু হতে হয় না’, খালি পায়ে মুম্বই থেকে অযোধ্যা চলেছেন মুসলিম তরুণী শবনম
তবে তার মানে এই নয় যে পরীক্ষায় কেমিস্ট্রির প্রশ্ন থাকবেনা। এবার থেকে পরীক্ষায় কেমিস্ট্রি থেকে মোট ৪০টি MCQ প্রশ্ন থাকবে যার জন্য। এই বিভাগে নম্বর থাকবে ৫০। এবং নয়া নিয়ম অনুযায়ী, পদার্থবিদ্যা, অঙ্ক ছাড়াও রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরম্যাটিকস প্র্যাকটিসেস, বায়ো-টেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, কৃষি, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজ়নেস স্টাডিজ় এবং অন্ত্রপ্রনিয়রশিপের মধ্যে যে কোনও তিন বিষয়ে পাশ করলেই স্নাতকে বিই এবং বিটেক পড়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন : বছর শেষে বজায় রইল জি বাংলার দাপট, নতুনদের ভিড়ে পিছিয়ে পড়ল দীপা! বড় ধামাকা TRP তালিকায়
জানিয়ে রাখি, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরও একটা ভালো খবর রয়েছে। সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানাচ্ছে, আগামী ৩১ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও তিনদিন দেওয়া হবে আবেদনপত্র সংশোধনের জন্য। অর্থাৎ যদি কেউ আবেদন করার সময় কোনোভাবে কোনোকিছু ভুল করে থাকেন তাহলে ৩ থেকে ৫ তারিখের মধ্যে তা সংশোধন করে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৮ এপ্রিল প্রথম অর্ধের পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত। এরপর দ্বিতীয় অর্ধের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে অবধি।