নতুন বছরে বাজারে উঠবে ঝড়! লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy S24 সিরিজের দাম, অপেক্ষায় ক্রেতারা

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য নতুন বছরেই অপেক্ষা করছে বড় চমক। জানা গিয়েছে, নতুন বছরে Galaxy আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy S24 সিরিজ পেশ করা হবে। এই নতুন লাইনআপে Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, গত কয়েকদিন ধরেই এই সিরিজ সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে আসছে। সমস্ত ফিচার্সও ইতিমধ্যেই ফাঁস হয়েছে। যদিও Samsung-এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার এই সিরিজের দামের বিষয়টিও প্রকাশ পেয়েছে।

GalaxyClub-এর রিপোর্ট অনুযায়ী, Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ সিরিজের দাম Galaxy S23 সিরিজের মতোই হবে বলে আশা করা হচ্ছে। তবে, Galaxy S24 Ultra একটু ব্যয়বহুল করা যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে 128GB স্টোরেজ সহ Galaxy S24-এর দাম হবে 899 ইউরো (প্রায় 82,800 টাকা)। এদিকে, 256GB ভেরিয়েন্টের দাম হবে আনুমানিক 959 ইউরো (আনুমানিক 88,326 টাকা)।

The price of Samsung Galaxy S24 series came out before the launch

এদিকে Gaalxy S24+-এর 128GB স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম হতে পারে 1149 ইউরো (প্রায় 1,05,826 টাকা) এবং এর 512GB ভেরিয়েন্টের দাম থাকতে পারে 1269 ইউরোর (প্রায় 1,16,899 টাকা) মধ্যে। পাশাপাশি, Galaxy S24 Ultra-এর 512GB মডেলের দাম হতে পারে 1569 ইউরো (প্রায় 1,44,534 টাকা)।

আরও পড়ুন: বিহারে সম্ভব সবকিছুই! ব্রিজের তলায় আটকে আস্ত একটি বিমান, তুমুল ভাইরাল ছবি

উল্লেখ্য যে, আগের ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, নতুন Samsung সিরিজে একটি AMOLED LTPO ডিসপ্লে থাকবে। এর পাশাপাশি Galaxy S24 স্মার্টফোনে 6.2-ইঞ্চির FHD+ প্যানেল থাকবে। Galaxy S24+ এবং Galaxy S24 Ultra-তে থাকবে 6.7-ইঞ্চি এবং 6.8-ইঞ্চির QHD+ প্যানেল। Ultra মডেলে 200-মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে এবং অন্য দু’টি মডেলে 50-মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

আরও পড়ুন: বিনিয়োগকারীরা মালামাল! বছর শেষে ফুলেফেঁপে উঠল রতন টাটার প্রিয় কোম্পানি

এছাড়াও, জানিয়ে রাখি যে, Galaxy S24 এবং Galaxy S24+-এ 8 GB RAM উপলব্ধ থাকবে। Galaxy S24 Ultra-তে থাকবে 12 GB RAM। এই ফোনগুলি Android 14 OS-এ চলবে। যার ওপরে One UI 6.1-এর একটি লেয়ার থাকবে। এছাড়াও, এই নতুন ডিভাইসগুলি কমলা, বেগুনি ও সাদা রঙে উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর