বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে এখন একটু ফাঁকা, কারণ নিম্নচাপের অবস্থান বদলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়ে দিয়েছে, আপাতত ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ঘোরাফেরা করছিল, তা এখন সরে গিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলের দিকে। কিন্তু তাতে কি রেহাই মিলছে বৃষ্টির হাত থেকে? বরং বলা ভাল, বর্ষার রেশ চলবে আরও কিছুদিন।
আজ কোন জেলায় কতটা বৃষ্টি?
১১ জুলাই অর্থাৎ আজ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির (Thunderstorm with Rain) পূর্বাভাস রয়েছে। এই কারণে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। তবে ১২ জুলাই কিছুটা স্বস্তির দিন। কোনও জেলায় সতর্কতা নেই, হালকা পশলা বৃষ্টি হতে পারে। ১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain) চলতে পারে।
১৫ তারিখে ফের সতর্কতা
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের একবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ১৫ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Alert) থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও এখনই মৎস্যজীবীদের জন্য সাগরে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্র এখনও শান্ত, তাই উপকূলবর্তী জেলাগুলিতে আতঙ্কের কিছু নেই।
উত্তরে (North Bengal Weather) ধীরে ধীরে বাড়ছে আশঙ্কা
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকলেও ১৪ জুলাই থেকে আবার সক্রিয় হতে পারে বর্ষা। ১৫ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা, ১৬ তারিখ কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, আর ১৭ তারিখ ফের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে মুষলধারে বৃষ্টির (Heavy Rainfall) আশঙ্কা।
আরও পড়ুনঃ এক টাকায় মিলবে জমি! প্রতিটি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মমতার, জানিয়ে দিলেন শর্ত
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভেজা থাকবেই শহর ও গ্রাম
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় চলবে মাঝারি বৃষ্টি (Moderate Rain)। কলকাতা সহ আশপাশের শহরগুলিতে (Kolkata Weather) জলজট, ভ্যাপসা গরম আর ট্র্যাফিক সমস্যা চলবে বেশ কয়েকদিন। তাপমাত্রা কিছুটা নেমেছে বটে, তবে আর্দ্রতা (Humidity) থেকে এখনই মিলছে না রেহাই।