একাধিক প্রকল্পে আটকে অর্থ, রাজ্যের ২৩৩০ কোটি টাকা পাওনার জন্য শাহের বৈঠকে সরব চন্দ্রিমা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের (West Bengal Government) বকেয়া অর্থ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য সরকারের প্রাপ্য নিয়ে আবারও মুখ খুলতে দেখা গেল রাজ্যের (West Bengal Government) স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বকেয়া অর্থ না দেওয়ার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্য (West Bengal Government)

বৃহস্পতিবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের (West Bengal Government) মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, ‘ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড’ এর টাকা এখনও পর্যন্ত পায়নি রাজ্য। জানা যাচ্ছে, বর্তমানে এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু বাকি রয়েছে রাজ্যের (West Bengal Government) পাওনা।

West Bengal Government urges central to pay the due money

বৈঠকে কী জানান চন্দ্রিমা: বর্তমানে বন্ধ হয়ে গেলেও আগে চালু থাকা প্রকল্পের থেকে এখনও রাজ্যের অর্থ পাওনা রয়েছে বলেই জানা যাচ্ছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই বকেয়া টাকা দেওয়ার জন্য অনুরোধ জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি সূত্রে খবর, এই প্রকল্পে মোট ৮৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্যের জন্য।

আরো পড়ুন : বাজার ছেয়ে গিয়েছে ‘নকল’ ইলিশে, আসল কিনা বুঝবেন কী করে? বাজার যাওয়ার আগে জেনে নিন টিপস

কত টাকা বকেয়া রয়েছে রাজ্যের: এই ৮৭৫০ কোটি টাকা থেকেই এখনও ২৩৩০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর। এদিন সেই পাওনা টাকার জন্য সরব হয় রাজ্য (West Bengal Government)। এর আগে বিভিন্ন সময় কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।

আরো পড়ুন : মহাভারত’কে পর্দায় ফোটাবেন আমির, অগাস্ট থেকেই শুরু শুটিং, ‘ড্রিম প্রোজেক্ট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা

আবাস যোজনা, সড়ক যোজনা, ১০০ দিনের কাজের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। রাজ্য (West Bengal Government) নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে সেই প্রকল্পগুলি চালাচ্ছে। পালটা কেন্দ্রের তরফে বলা হয়েছে, রাজ্য (West Bengal Government) খরচের হিসেব দিলে তবেই দেওয়া হবে বাকি অর্থ।