আবার বাড়ল সোনার দর! শুক্রবার কোথায় দাঁড়িয়েছে হলুদ ধাতুর দাম, জানুন…

Updated on:

Updated on:

Gold prices have risen Know why the price of the yellow metal is increasing

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) আগুন। বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার।

সোনার দামে বড় পরিবর্তন, আজ হলুদ ধাতুর দাম কত (Gold Price)?

শুক্রবার ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৯২৬৫০ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ৯১৯০০ টাকা। ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শুক্রবার ৯৭৪৫০ টাকা। বৃহস্পতিবার কলকাতায় দাম ছিল ৯৬৭০০ টাকা। সোনার দাম বৃদ্ধি পেলেও শুক্রবার রুপোর দাম কমেছে কিছুটা। আজ শহর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,০৭,৬০০ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ১,০৭,৭০০ টাকা।

এছাড়াও, কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ে ২২ ও ২৪ ক্যারাটের সোনার দাম একই আছে। এছাড়াও, সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।

প্রসঙ্গত, হলমার্কিং (Hallmarking) ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়।

Gold prices have risen Know why the price of the yellow metal is increasing

আরও পড়ুন: ‘সিটি অফ জয়’-এর নতুন আকর্ষণ, আন্ডারগ্রাউন্ডের পর ‘জল মেট্রো’! কোথায় গেলে চড়তে পারবেন?

এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মাথায় আবারো চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।