বাংলা হান্ট ডেস্ক : একদিকে নতুন বছরের উন্মাদনা অন্যদিকে পরীক্ষার শিরশিরানি ভয়। পরীক্ষার প্রস্তুতি সারবে নাকি বর্ষ বরণের আনন্দ? স্কুল পড়ুয়াদের জন্য বড়োই জটিল সময় এটি। তার আগেই নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় খবর সামনে এল। আসলে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) রেজিস্ট্রেশন (Registration) করতে হয় নবম শ্রেণীতে। মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফ থেকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য।
তবে চলতি বছর সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সময়ে সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত সময় দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমটা জরিমানার বদলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দিলেও এবার কড়া হচ্ছে পর্ষদ। বছর শেষে পর্ষদের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে আর রেজিস্ট্রেশন জমা নেওয়া হবেনা।
সেই সাথে স্কুল কর্তৃপক্ষের জন্যেও এসেছে কড়া বার্তা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ছাত্র ছাত্রীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কি না সেই তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রধান শিক্ষকদের একটি স্ট্যাম্প পেপারে লিখে এই তথ্য জানাতে হবে। আগামি ৩১ মার্চের মধ্যেই জনাতে হবে। এবং তা না হলে সমস্যায় পড়তে পারে স্কুল পড়ুয়ারা।
বছর ঘুরলেই মাধ্যমিক পরীক্ষা। ইদানিং প্রতি বছরই পরীক্ষা নিয়ে কোনও না কোনও সমস্যা বেঁধেই থাকে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার মত ঘটনাও ঘটে গেছে বঙ্গে। তবে এবছর যাতে আর সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যে কারণে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সিসিটিভি থেকে শুরু করে সবকিছুতেই চলছে কড়া নজরদারি।