‘৭৫ হলে থামতে হয়’, এবছরেই অবসর? ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন মোহন ভাগবত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরই ৭৫ এ পা দিতে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। আর তার আগেই ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে অবসরের জল্পনা উসকে দিলেন তিনি। সেপ্টেম্বরেই ৭৫ এ পা দেবেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। সেই সঙ্গেই কি সঙ্ঘের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে চলেছেন তিনি? এবার কি তবে নতুন প্রজন্মের হাতে যেতে চলেছে আরএসএস? একটি মন্তব্যেই জল্পনা বাড়িয়ে দিয়েছেন সঙ্ঘ প্রধান।

অবসর নিয়ে ফের জল্পনা বাড়ালেন মোহন ভাগবত (Mohan Bhagwat)

বৃহস্পতিবার নাগপু্রের এক অনুষ্ঠানে ফের ‘৭৫ বছর বয়স’ নিয়ে সরব হন মোহন ভাগবত (Mohan Bhagwat)। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘৭৫ বছর বয়স হওয়া মানে আপনাকে এবার থামতে হবে। অন্যদের জায়গা করে দিতে হবে’। তাঁর এই মন্তব্যে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন ইঙ্গিত নিয়েই শুরু হয়েছে জলঘোলা। তবে কি এবার অবসর নেওয়ার কথাই একরকম স্পষ্ট করে দিলেন মোহন ভাগবত (Mohan Bhagwat)?

Did mohan bhagwat signalled about taking retirement

কী বলেছেন সঙ্ঘ প্রধান: এমনিতেই সঙ্ঘের নিয়ম অনুযায়ী, ৭৫ হলেই দায়িত্ব, পদ ছাড়তে হবে মোহন ভাগবতকে। তবে কি চলতি বছরেই অবসর নিতে চলেছেন তিনি? বিজেপি থেকে কি নতুন প্রজন্ম উঠে আসতে চলেছে সঙ্ঘে? একাধিক প্রশ্ন তুলে দিয়েছে তাঁর মন্তব্য। উল্লেখ্য, মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে সঙ্গেই ৭৫ এ পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্য করে মোদীকেও সম্ভবত প্রচ্ছন্ন বার্তা দিতে চেয়েছেন সঙ্ঘ চালক।

আরো পড়ুন : মহাভারত’কে পর্দায় ফোটাবেন আমির, অগাস্ট থেকেই শুরু শুটিং, ‘ড্রিম প্রোজেক্ট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা

মোদীর অবসর নিয়েও জল্পনা: মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই মন্তব্যের সূত্র ধরেই আসরে নেমেছেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেন, নরেন্দ্র মোদী এমন একজন নেতা যিনি লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংয়ের মতো নেতাদেরও ৭৫ বছর বয়সের পর অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন তিনি নিজের ক্ষেত্রেও সেটা প্রয়োগ করেন কিনা সেটাই দেখার’।

আরো পড়ুন : একাধিক প্রকল্পে আটকে অর্থ, রাজ্যের ২৩৩০ কোটি টাকা পাওনার জন্য শাহের বৈঠকে সরব চন্দ্রিমা

যদিও নরেন্দ্র মোদীর অবসরের জল্পনা আগেই খারিজ করে দিয়েছে বিজেপি। গত ২০২৩ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ৭৫ হলেই অবসর নিতে হবে, এমন কোনো নিয়ম বিজেপিতে নেই। তাই ২০২৯ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীই থাকবেন প্রধানমন্ত্রীর পদে।