মহেশতলার পর মন্দিরবাজার, শিব ঠাকুরকে অপমান! অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়ে শুভেন্দু বললেন…

Published on:

Published on:

Suvendu Adhikari Slams Police silence Over Shiva Insult Post

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায় ফের উসকে উঠল সাম্প্রদায়িক উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক অবমাননাকর ছবি, যেখানে দেখা যাচ্ছে হিন্দুদের শ্রদ্ধেয় দেবতা ভগবান শিবের উপর প্রস্রাব করার ভঙ্গিতে এক কুরুচিকর কোলাজ। অভিযুক্ত যুবকের নাম মধু মোল্লা। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, মন্দিরবাজার থানার রামনাথপুর এলাকার বাসিন্দা মধু মোল্লা, পিতা মাশরুফ মোল্লা, গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এই আপত্তিকর ছবি পোস্ট করে। ওই ছবিতে দেখা যায় ভগবান শিবের প্রতিকৃতির উপর ইচ্ছাকৃতভাবে নোংরা ও কুরুচিপূর্ণ ছবি সংযোজন করা হয়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে প্রবল আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে।

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েই তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)

ঘটনার পরে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফেসবুকে (Facebook) পোস্ট শেয়ার করে তিনি সাফ লিখেছেন— “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করুন। নাহলে আমি নিজেই থানার সামনে প্রতিবাদে দাঁড়াব।” তাঁর দাবি, রাজ্য সরকারের প্রশ্রয়ে জেহাদি মানসিকতার মানুষেরা আজ হিন্দু দেবদেবীদের অপমান করে পার পেয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশের ভূমিকাও তীব্র প্রশ্নের মুখে তুলেছেন তিনি।

কলকাতা, ধুলিয়ান, সামসেরগঞ্জের ঘটনার রেশ মন্দিরবাজারেও

শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, মালদা (Malda), মুর্শিদাবাদ (Murshidabad) হয়ে মহেশতলা (Maheshtala)— সর্বত্র একের পর এক এলাকায় এই ‘বিদ্বেষের রাজনীতি’ চলছে। তার মূল কারণ— “সরকার নিজেই সংখ্যালঘু তোষণকে (Minority Appeasement) হাতিয়ার করে হিন্দুদের অপমানের পথে প্রশ্রয় দিচ্ছে।”

Suvendu Adhikari Slams Police silence Over Shiva Insult Post

আরও পড়ুনঃ ভাঙরে তৃণমূল নেতাকে পরিকল্পনামাফিক খুন, আটক ২

অভিযোগকারীদের বক্তব্য, এই ঘটনা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়কে অপমান করার নয়, বরং গোটা সমাজে বিদ্বেষ ছড়ানোর সামিল। তাঁরা চাইছেন অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ঘটনায় রাজ্য রাজনীতিতে ফের শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই পোস্টের লিঙ্কও প্রকাশ্যে এনেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।