বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিপিএফ-সহ অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদের হার আগের মতোই ৭.১% থাকবে। রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সুদের হার অপরিবর্তিত, সরকারি বিজ্ঞপ্তি জারি
২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ডে আগের সুদের হারই বহাল রাখার কথা জানাল রাজ্য অর্থ দফতর। অর্থাৎ, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ থাকবে ৭.১ শতাংশ। এই হার প্রযোজ্য হবে জিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (Contributory Provident Fund) এবং শিক্ষক-অশিক্ষক কর্মীদের অন্যান্য প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund)।
সরকারি কর্মীদের অনেকেই বলছেন, “যাক, অন্তত কমেনি!” তবে একই সঙ্গে হতাশাও রয়েছে। কারণ, টানা সাড়ে পাঁচ বছর ধরে এই হার একটুও বাড়েনি। বর্তমান সময়ে যেখানে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যান্য সঞ্চয় প্রকল্পে সুদের হার উঠানামা করছে, সেখানে জিপিএফ-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এতদিন স্থিরতা মানে অনেকের মতে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
কেন্দ্রের পথেই হাঁটল রাজ্য?
অর্থনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন, এই সিদ্ধান্ত আসলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে, কারণ কেন্দ্রও GPF-এর সুদের হার ৭.১%-এই রেখেছে। আবার অনেকে বলছেন, রাজ্যের কোষাগারে চাপ কমানোর জন্যও হয়তো এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ মহেশতলার পর মন্দিরবাজার, শিব ঠাকুরকে অপমান! অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়ে শুভেন্দু বললেন…
অনেক কর্মী জানাচ্ছেন, অবসরের পর মূল আয় বলতে এই সঞ্চয় এবং তার উপরে পাওয়া সুদই ভরসা। ফলে সুদের হার না বাড়লে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। এখন সকলের নজর আগামী ত্রৈমাসিকে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, তার দিকে।