বাংলাহান্ট ডেস্ক : ৮ বছর বয়সের শিশু কন্যা হোক বা ৮০ বছরের বৃদ্ধা, শ্লীলতাহানির হাত থেকে মুক্তি নেই কারোরই। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও দেশের কোন এক কোণে কেউ হয়তো এই জঘন্যতম অপরাধের শিকার হচ্ছে প্রতিদিন। এবার এই জঘন্যতম অপরাধের শিকার খোদ পুলিশ কর্মী।
তাও আবার যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন শাসক দলের যুবনেতা। এবার এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগে দীপ মজুমদার নামে তৃণমূলের এক যুবনেতাকে গ্রেফতার করল পুলিশ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে এলাকায়। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর। তখন পানিহাটি উৎসব চলছিল।
আরোও পড়ুন : বীরভূমের কপালেও জুটলো অমৃত ভারত! বড় ঘোষণা রেলের
আর সেখানেই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, মেলা কমিটিরই কয়েক জন সদস্য কর্মরত ওই মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন। সেই সময় ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হলেও শেষমেশ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, সূত্রে খবর, অভিযুক্ত দীপ পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুন্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও দীপের গ্রেফতারি নিয়ে কিছুই বলতে চাননি ওই তৃণমূল কাউন্সিলর। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই পুলিশকর্মী। বাকি অভিযুক্তদের এখনো খুঁজে পাওয়া যায়নি ।তাদের খোঁজ করছে পুলিশ।