ফের কড়া “অ্যাকশন” বৃষ্টির! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তেই দুর্যোগের আশঙ্কা

Published on:

Published on:

South Bengal Weather update low pressure rain continue yellow alert in North Bengal

বাংলা হান্ট ডেস্ক: বুধবারের পর বৃহস্পতি বারও নিম্নচাপের ফলে দফায় দফায় হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কিছুটা বৃষ্টির দাপট কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় আকাশের মুখ ভার। এমনকি দফায় দফায় হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। যদিও, গত দু’দিনের মতো শুক্রবার বৃষ্টি হয়নি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার কোন বৃষ্টিপাতের সর্তকতা নেই দক্ষিণবঙ্গে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। কিছু সময়ের মধ্যেই এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিসগঢ়ের দিকে এগিয়ে যাবে। হাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, নিম্নচাপটি আস্তে আস্তে যেহেতু ঝাড়খন্ড উড়িষ্যার দিকে সরছে। তাই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে একেবারেই যে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয়।

উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির  আশঙ্কা (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও। এই মুহূর্তে বৃষ্টিপাত কমছে না উত্তরবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

South Bengal Weather update low pressure rain continue yellow alert in North Bengal

আরও পড়ুন: ঝক্কির দিন শেষ, বনগাঁ লোকালেও এবার AC! ভাড়া কত জানেন?

প্রসঙ্গত, শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় দিকে অল্প বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)  আরও একবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ১৫ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Alert)। তবে হাওয়া অফিসের তরফ থেকে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সাগরে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।