LIC থেকে অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা সরকারের! কেন এমন পদক্ষেপ? জানুন বিশদে

Published on:

Published on:

Government wants to reduce stake in Life Insurance Corporation of India.

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম বিমা কোম্পানি LIC (Life Insurance Corporation of India) ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার এবার LIC-তে তাদের আরও বেশি অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, ডিজইনভেস্টমেন্ট টার্গেট এবং বাজারে পাবলিক শেয়ারহোল্ডিং বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

LIC (Life Insurance Corporation of India)-তে অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র:

জানিয়ে রাখি যে, বর্তমানে, LIC (Life Insurance Corporation of India)-তে সরকারের ৯৬.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। ২০২২ সালের মে মাসে, সরকার LIC-র প্রথম IPO এনেছিল। যেখানে ৩.৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ২১,০০০ কোটি টাকা সংগ্রহ করা হয়। সেই সময়ে প্রতি শেয়ারের দাম ৯০২ থেকে ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Government wants to reduce stake in Life Insurance Corporation of India.

সরকার OFS আনতে পারে: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সরকার এখন অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে LIC (Life Insurance Corporation of India)-র সামান্য অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করছে। তবে, প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট(DIPAM) বাজারের পরিস্থিতি দেখে তার কৌশল প্রস্তুত করবে।এই প্রসঙ্গে একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন যে,
কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে এবং কত দামে বিক্রি করা হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রক্রিয়াটি এগিয়ে চলছে।

আরও পড়ুন: বারংবার জড়িয়েছেন বিতর্কে! হন “সাসপেন্ড”-ও! সেই বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করল বিজেপি

সরকার প্রায় ৬.৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে SEBI-র নিয়ম অনুযায়ী, যেকোনও তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ১০ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডিং থাকা উচিত। যেহেতু বর্তমানে LIC (Life Insurance Corporation of India)-তে পাবলিকের মাত্র ৩.৫ শতাংশ শেয়ার আছে, তাই সরকারকে ২০২৭ সালের মে মাসের মধ্যে কমপক্ষে ৬.৫ শতাংশ অতিরিক্ত অংশীদারিত্ব বিক্রি করতে হবে। অতএব, এই অংশীদারিত্ব বিক্রয় কেবল সরকারের রাজস্ব বৃদ্ধির একটি উপায় নয় বরং SEBI-র মান মেনে চলার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপও।

আরও পড়ুন: পাকিস্তানের “ঔদ্ধত্য” এবার হবে শেষ! বিশ্বব্যাঙ্কের সাহায্যে বড় পদক্ষেপের পথে ভারত

LIC-র শেয়ারের পারফরম্যান্স: প্রসঙ্গত উল্লেখ্য যে, LIC (Life Insurance Corporation of India)-র বর্তমান মার্কেট ক্যাপ ৫.৮৫ লক্ষ কোটি টাকা। BSE-তে LIC-র শেয়ারের দাম হল ৯২২.২৫ টাকা। এদিকে, সরকার যদি আবার অংশীদারিত্ব বিক্রি করে, সেক্ষেত্রে শেয়ারের লিকুইডিটি বৃদ্ধি পাবে। এমতাবস্থায়, এক্ষেত্রে বিনিয়োগের আগে, বিনিয়োগকারীদের বাজারের গতিবিধি, শেয়ার ভ্যালুয়েশন এবং OFS মূল্যের দিকে নজর দিতে হবে।