বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) দুর্দান্ত বোলিং করেছেন। শুধু তাই নয়, তিনি ৫ টি উইকেটও নিয়েছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ড দলকে গুটিয়ে ফেলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিন। তিনি বারংবার ইংল্যান্ডের ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করেন। উল্লেখ্য যে, দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় টেস্টে তিনি ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন।
দুর্দান্ত রেকর্ড গড়লেন বুমরাহ (Jasprit Bumrah):
ভেঙেছেন কপিল দেবের রেকর্ড: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ২৭ ওভার বল করেছিলেন এবং ৭৪ রানে ৫ উইকেট নেন। এদিকে, ৫ টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তৈরি করে ফেলেন ইতিহাস। বর্তমানে বুমরাহ বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক ৫ উইকেট শিকারী ভারতীয় বোলার হয়ে উঠেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ইতিমধ্যেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের রেকর্ডও ভেঙেছেন।
জানিয়ে রাখি যে, বিদেশের মাটিতে টেস্টে বুমরাহ (Jasprit Bumrah) এখনও পর্যন্ত ১৩ বার ৫ উইকেট নিয়েছেন। যেখানে কপিল দেব ১২ বার এই কৃতিত্ব অর্জন করেন। এমতাবস্থায়, বুমরাহ বিদেশের মাটিতে টেস্টে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ভারতীয় বোলারকে ছাড়িয়ে গেছেন এবং এই পরিসংখ্যানে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: চলতি বছরে হবে না ISL? ভারতের সবথেকে বড় ফুটবল লিগ স্থগিত হতেই উঠছে প্রশ্ন
টেস্ট ক্রিকেটে নিয়েছেন ২০০-রও বেশি উইকেট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ২০১৮ সালে ভারতীয় টেস্ট দলের হয়ে টেস্ট অভিষেক করেন। তারপর থেকে তিনি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে ওঠেন। বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত, তিনি টিম ইন্ডিয়ার হয়ে ৪৭ টি টেস্ট ম্যাচে মোট ২১৫ টি উইকেট নিয়েছেন। যেখানে তিনি ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন। বুমরাহ ODI-তে ১৪৯ টি এবং T20 ক্রিকেটে ৮৯ টি উইকেট হাসিল করেছেন।
আরও পড়ুন: ট্রাম্পের চালে ৩ গুণ বাড়ল ফি! লক্ষ লক্ষ ভারতীয়ের ঘুম ওড়াল আমেরিকার সিদ্ধান্ত
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৭ রান করে: তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৮৭ রান করে। জো রুট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ১০৪ রান করেন। এদিকে, রুট ছাড়াও লোয়ার অর্ডারের ব্যাটাররাও ভালো পারফর্ম করেন। জেমি স্মিথ করেন ৫১ রান এবং ব্রাইডন কার্স ৫৬ রান করেন। ওই খেলোয়াড়দের কারণেই ইংল্যান্ড ৩৫০ রান অতিক্রম করতে সক্ষম হয়। ভারতের হয়ে বুমরাহ (Jasprit Bumrah) সর্বোচ্চ ৫ টি উইকেট নেন। এছাড়াও, মোহাম্মদ সিরাজ এবং নীতিশ রেড্ডি ২ টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা নেন ১ টি উইকেট।