বিরাট বেনজির রায় বিচারপতি অমৃতা সিনহার, কী বলল হাইকোর্ট?

Published on:

Published on:

calcutta high court 3(1)

বাংলা হান্ট ডেস্কঃ ছেলেকে দেখেননি মা। ছোট থেকে মা ছাড়াই দিদা-দাদুর কাছে মানুষ হয়েছে সে। তবে ৬৮ বছরে অসুস্থ সেই মায়ের ভরণপোষণ ও চিকিৎসার প্রয়োজনীয় দায়িত্ব নেওয়ার জন্য ছেলেকেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) নির্দেশ, বৃদ্ধাশ্রমে থাকা অসুস্থ বৃদ্ধা মায়ের ভরণপোষণ ও চিকিৎসার খরচ ছেলেকেই নিতে হবে।

আইনি লড়াইয়ে আদালতে মুখোমুখি মা-ছেলে | Calcutta High Court

বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “সন্তান ও মায়ের মধ্যেকার সম্পর্কের বিবাদে হস্তক্ষেপ না করলেও, বৃদ্ধা মা, যিনি অসুস্থ তার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে ছেলেকেই।” মামলাকারী বৃদ্ধাশ্রমে থাকা অসুস্থ মহিলার যাবতীয় খরচ বৃদ্ধাশ্রমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য ছেলেকে নির্দেশ হাইকোর্টের।

বিচারপতির নির্দেশ, যেহেতু বৃদ্ধার ছেলে কর্মসূত্রে বাইরে থাকে, তাই বৃদ্ধাশ্রমে থাকা ওই মহিলার সঙ্গে দেখা করে তার ভরণপোষণ ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ছেলের স্ত্রী অর্থাৎ বৃদ্ধা মহিলার পুত্রবধূকে। এদিন আদালতে বৃদ্ধার আইনজীবী জানান, তার মক্কেল কোমড়ের নিচ থেকে আংশিকভাবে প্রতিবন্ধী। বর্তমানে ওই বৃদ্ধা হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করেন।

আইনজীবী জানান, বৃদ্ধাশ্রমের মধ্যে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরার প্রয়োজনীয় পরিকাঠামো নেই।ইতিমধ্যেই হোম কর্তৃপক্ষ ওই বৃদ্ধাকে পরিকাঠামোগত উন্নত অন্য কোনো হোম বা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে বৃদ্ধার ছেলের আইনজীবীর দাবি, বৃদ্ধার মেডিক্যাল রিপোর্ট বা বর্তমান অবস্থার কোনও নথি বা খোঁজ তাদের জানা নেই।

আইনজীবী আদালতে জানান, বৃদ্ধার ছেলে কর্মসূত্রে বাইরে থাকেনা, দুই সন্তান ও পরিবার একাহাতে সামলান পুত্রবধূ। এই অবস্থায় তার পক্ষে বৃদ্ধার দায়িত্ব নেওয়া সম্ভব না। তিনি জানান, জন্ম দেওয়া ছাড়া ছোট থেকে ছেলের প্রতি কোনও দায়িত্ব পালন করেনি বৃদ্ধা।এখানে বিচারপতি সিনহা বলেন, “একবার গিয়ে বৃদ্ধার অবস্থা দেখে আসতে সমস্যা কোথায় পুত্রবধূর?”

আদালতে আইনজীবীর অভিযোগ, ওই বৃদ্ধা ছেলের সাথে তো কোনও সম্পর্ক রাখেননি, এমনকি পুত্রবধূ বা নাতি নাতনিদেরও কখনও চোখের দেখা দেখতে আসেননি তিনি। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতির পর্যবেক্ষণ, “বৃদ্ধা আপনার মা, তিনি অসুস্থ, তাই আইন অনুযায়ী আপনাকেই ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।”

calcutta high court

আরও পড়ুন: আজ ও কাল খানিক বিরাম! সোমবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, একনজরে আবহাওয়ার খবর

জাস্টিস সিনহা বলেন, “বিবাদের বিষয়ে আমি যাচ্ছিনা, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধাকে এই ভাবে ফেলে দিতে পারেন না। যেহেতু অর্থনৈতিক ভাবে সচ্ছলতা রয়েছে ছেলের, তাই বৃদ্ধা মায়ের খরচের ভার ছেলেকেই নিতে হবে।”