ভারত-চিন সংঘাত নিয়ে আসছে অ্যাকশন ফিল্ম, এই নায়িকা জুটি বাঁধছেন সলমনের সঙ্গে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন পর আবারও নতুন ছবি নিয়ে কামব্যাক করতে চলেছেন সলমন খান (Salman Khan)। ভারত চিন সংঘাত নিয়ে আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম ঝলক। এবার গুঞ্জন ছড়াল ছবির নায়িকাকে নিয়ে।

কোন নায়িকাকে দেখা যাবে সলমনের (Salman Khan) সঙ্গে?

জানা গিয়েছে, এই ছবিতে সলমনের (Salman Khan) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রাঙ্গদা সিং। এই প্রথম তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাইজানের সঙ্গে। এ বিষয়ে চিত্রাঙ্গদা বলেন, এর আগে একটি মারাঠি ছবির রিমেকে জুটি বাঁধার কথা ছিল তাঁদের। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে সলমন (Salman Khan) প্রতিশ্রুতি দিয়েছিলেন, একসঙ্গে কাজ করবেন। সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।

 

Which heroine to be seen with Salman khan in next movie

অ্যাকশন ফিল্ম আনতে চলেছেন সলমন: ২০২০ সালে লাদাখে ভারত-চিন সংঘাতের বাস্তব কাহিনি এই ছবিতে উঠে আসবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে টাইগার হয়ে বহুবার পর্দা কাঁপিয়েছেন সলমন (Salman Khan)। কিন্তু কোনো বাস্তব পরিস্থিতি নিয়ে তৈরি কোনো যুদ্ধের ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে।

 আরও পড়ুন : ‘যেখানে হিন্দু বেশি সেখানে যান’, কাশ্মীর নিয়ে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

প্রকাশ্যে এল টিজার: যেমনটা জানা যাচ্ছে, লাদাখেই হবে ছবির শুটিং। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম টিজার। সেখানে সেনার উর্দিতে চমকে দিয়েছেন সলমন (Salman Khan)। প্রথম ঝলকে অ্যাকশন মোডে দেখা মিলেছে তাঁর। চোখে মুখে আক্রোশ, রক্ত, ক্ষত। পেরেক গাঁথা মুগুর কাঁধে। প্রথম ঝলকেই বোঝা গিয়েছে, আবারও একটি অ্যাকশন নির্ভর ছবি নিয়ে আসছেন সলমন (Salman Khan)।

আরও পড়ুন : ‘ইনিয়ে বিনিয়ে নাটক করছেন’, কাঞ্চনের পাশে দাঁড়িয়ে চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ শ্রীময়ীর

গুরুত্বপূর্ণ গালওয়ান সংঘাত: ভারত চিন সীমান্ত সংঘাতের ক্ষেত্রে গালওয়ান অধ্যায় গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দেশের বাহিনী। সেবারে গোলাগুলি না চললেও চিনা সেনারা পেরেক গাঁথা মুগুর নিয়ে আক্রমণ করে ভারতীয় সেনাবাহিনীর উপরে। ২০ জন ভারতীয় সৈন্য শহিদ হয় বলে জানা যায়।