মেট্রোর মহিলা কামরায় হঠাৎ ঢুকে পড়ল একদল তরুণ, তারপর যা হল… কল্পনাও করতে পারবেন না

Published on:

Published on:

Metro video viral because men sitting inside ladies compartment

বাংলা হান্ট ডেস্ক: কাছের মেট্রো ধরে বাড়ি ফিরছিলেন তরুণী। নিজের নিরাপত্তার জন্য উঠেছিলেন মহিলা কামরায়। কিন্তু সেই কামড়ায় উঠে পড়েন একদল তরুণ। তাদের সেই কামরা থেকে যেতে বলা হয়। তারা চলে গেলেও কিছুক্ষনের মধ্যে আবার ফিরে আসে। ঘটনাটি ঘটে দিল্লির মেট্রোয় ( Metro)। এই ভিডিও বর্তমানে ভাইরাল সমাজ মাধ্যমে (Viral Video)। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

 

View this post on Instagram

 

A post shared by Aditi Negi (@negi.aditi_)

দিল্লির মেট্রোয় মহিলা কামরায় তরুণের দল, ভাইরাল ভিডিও (Metro)

‘নেগি.অদিতি’ (negi.aditi_) নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোর প্রায় ফাঁকা, মহিলা কামরায় ছড়িয়ে-ছিটিয়ে বসে রয়েছেন কয়েক জন তরুণ। কেউ কেউ আবার দাঁড়িয়েও রয়েছেন। অথচ সেটি একটি মহিলা কামরা। জানা যায়, এই ঘটনাটি ঘটেছে কয়েক আগে দিল্লির মেট্রোয়।

ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে (Video) দেখা যায় কিছুক্ষণ পর একদল তরুণ সেই কামরায় ঢুকে পড়েন। যদিও সংরক্ষিত মহিলা কামরার (Ladies compartments) অন্যান্য মহিলারা আপত্তি জানালে ওই তরুণ গুলি অন্য কামরায় চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই মহিলা কামরায় ফিরে আসেন তারা। এমনকি ফাঁকা আসন দেখে সেখানেই বসে পড়েন কয়েকজন তরুণ। এই ভিডিওটি প্রায় লক্ষাধিক মানুষ দেখেছেন।

Metro video viral because men sitting inside ladies compartment

আরও পড়ুন: শনিতে উর্ধ্বমুখী সোনার দাম! মধ্যবিত্তদের পকেটে বাড়ল চাপ, দেখে নিন আজকের রেট

এই ভিডিওটি ভাইরাল হতে দিল্লিতে রাতের মেট্রোয় মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা। পাশাপাশি, এই ভিডিওটি দেখে বহু নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও, এক নেটিজেন ভিডিওটির কমেন্টে গিয়ে লিখেছেন, মহিলাদের জন্যই সংরক্ষিত কামরায় কিভাবে পুরুষেরা উঠছেন? রাতের মেট্রো ফাঁকা থাকে। মহিলা কামরা বাদ দিয়ে অন্য কামরাতে বসতে পারতেন। আবার আরও এক নেটিজেন লিখেছেন, তরুণদের বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত ছিল আপনাদের। যদিও এই বিষয়ে দিল্লির মেট্রোরেলের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।