বাংলাহান্ট ডেস্ক: গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর (Income Tax Department)। কেন্দ্রীয় এসেন্সির নজরে এসেছে রাজ্যের একের পর এক নেতা বিধায়ক। এরই মধ্যে বছর শেষে ফের সক্রিয় আয়কর দফতর। এবার স্ক্যানারে শাসকদলের আরও এক বিধায়ক (Trinamool Congress MLA)।
সূত্রের খবর, চলতি বছরের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে (Patashpur MLA Uttam Barik) নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। সূত্রের খবর আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে তাকে আয়কর ভবনে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা।
আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত গরমিলের অভিযোগ সামনে এসেছে বিধায়কের বিরুদ্ধে। কয়েক বছর ধরে শাসকদলের এই বিধায়ক আয়কর রিটার্ন জমা দেননি বলেই সূত্রের খবর। পাশাপাশি বিধায়কের ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে তাকে তলব করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, বিধায়ক নিজে সেদিন আয়কর ভবনে হাজির না থাকতে পারলে যেসব নথি তথ্য চাওয়া হয়েছে তা নিজের আইনজীবী মারফতও পাঠাতে পারেন। অন্যদিকে পাল্টা বিধায়কের দাবি, তিনি এখনও পর্যন্ত আয়করের কোনও নোটিস হাতে পাননি। যদি পান তাহলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: ‘SSKM-এ মমতা-বালুর কথা? হাসপাতালে বসেই কালীঘাটের কাকুকে নিয়ে বৈঠক’, বিস্ফোরক শুভেন্দু
প্রসঙ্গত, দু সপ্তাহ আগেই রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির (TMC former MLA Sohrab Ali) আসানসোলের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের গোয়েন্দারা। বিধায়কের স্ত্রী আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি দলবদলু বিধায়ক তথা তৃণমূল নেতা বায়রন বিশ্বাসের (Mla Bayron Biswas) বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশিতে বিধায়কের বাড়ি কারখানা থেকে টাকা উদ্ধার হয়েছিল বলেও দাবি করেছিল আয়কর দফতর।