বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ফের কেটে গেল গোটা একটা বছর। কাল থেকে নতুন বছর। সেলিব্রেশনের মেজাজে সকলে। তবে সেই আনন্দ কি মাটি করতে পারে বৃষ্টি? এরমই কিছুটা আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। ক্রমশ্য উর্দ্ধমুখী তাপমাত্রা। উত্তরবঙ্গে অবশ্য বছরের শেষ দিনে বেশ শীতের আমেজ।
দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন। নতুন বছরে কি ফিরবে শীতের ছেনা রূপ? আলিপুর আবহাওয়া দফতর জানাল, বছরের শুরুতেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশ্য চড়ছে। ওদিকে পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে মেঘ তৈরি হবে। আর এর থেকেই বৃষ্টি।
আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পয়লা জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন: ‘SSKM-এ মমতা-বালুর কথা? হাসপাতালে বসেই কালীঘাটের কাকুকে নিয়ে বৈঠক’, বিস্ফোরক শুভেন্দু
বেশ কিছুদিন থেকেই ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে। তবে দিনে থাকছে রোদ। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাত হতে পারে দার্জিলিং এ। বাকি জেলাগুলির তাপমাত্রায় আগামী সাত দিন খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।