গাড়ির কর নিয়ে নয়া নিয়ম চালু করল রাজ্য পরিবহন দপ্তর, জানুন

Published on:

Published on:

Transport Department new rules for West Bengal Online Vihicle Permit

বাংলা হান্ট ডেস্ক: এবার গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর (Transport Department)। পারমিটকে প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম হলো যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে ( Online Vehicle Permit)। পারমিট (Permit) ছাড়া দেওয়া যাবে না কর। এমন কি পারমিট যদি ডিজিটাইজড না হয়, তাহলে পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের (Transport Department) তরফ থেকে নতুন পারমিট নেওয়া ও রিনিউ করার ব্যাপারেও বেশ কিছু নিয়ম জারি করেছে।

গাড়ির কর দিতে বাধ্যতামূলক পারমিট (Transport Department)

সূত্রের খবর, রাজ্য পরিবহন দফতরের (Transport Department) তরফ থেকে ৪ জুলাই একটি নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, কর দেওয়ার সময়ে পারমিট থাকতে হবে বাহনের মালিকের। এছাড়াও ডিজিটাল মাধ্যমে পারমিট না থাকলে, তার জন্য আবেদন করতে হবে। পাশাপাশি, এ রাজ্যের যানবাহন-মালিকদের দ্রুত পারমিটের স্ক্যান করা প্রতিলিপি ‘বাহন’ পোর্টালে আপলোড করার কথাও বলা হয়েছে‌ (Online Vehicle Permit)।

নতুন পারমিট এর ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে বড় পরিবর্তন

নতুন পারমিট পেতে হলে নিম্নলিখিত নিয়মগুলি আপনাকে মানতে হবে।

১) নতুন পারমিট পেতে হলে অনলাইনেই আবেদন বাধ্যতামূলক।

২) আবেদনের দিন অর্থাৎ পেমেন্ট করার দিনটিকেই ‘আবেদনের তারিখ’ হিসেবে ধরা হবে।

৩) আগে আবেদনকারী আগে পাবেন ভিত্তিতে পারমিট দেওয়া হবে।

৪) বাস বা অটোর নির্দিষ্ট রুটের জন্য পারমিট চাওয়ার ক্ষেত্রে, খালি শূন্যস্থান দেখে ‘অফার লেটার’ দেওয়া হবে।

৫) অফার লেটারের মেয়াদ ছ’মাস, এই সময়ের মধ্যে গাড়ি নথিভুক্ত না হলে অফার বাতিল।

৬) পারমিটের মেয়াদ ফুরানোর ছয় মাসের মধ্যে নবীকরণ না করলে সেটি বাতিল বলে গণ্য হবে।

Transport Department  new rules for West Bengal Online Vihicle Permit

আরও পড়ুন: দিঘামুখী পর্যটকদের জন্য সুখবর! মেয়াদ বাড়ল ২ টি স্পেশাল ট্রেনের, কবে কখন কোন কোন রুটে

পাশাপাশি নতুন পারমিট পেতে হলে বাধ্যতামূলকভাবে অনলাইনে আবেদন করতে হবে গাড়ির মালিককে। গাড়ির মালিক যেদিন আবেদনের টাকা মেটাবে সেই দিনটিকে আবেদনের তারিখ হিসেবে ধরা হবে। এমনকি যারা আবেদন আগে করবেন তারা আগে পারমিট পাবেন। সূত্রের খবর,নতুন নিয়মে বলা হয়েছে, একবার পারমিট পাওয়ার পর পারমিটওয়ালা গাড়ি কেউ বিক্রি করতে চাইলে সংশ্লিষ্ট মালিক কে হলফনামা দিতে হবে। এমনকি ওই গাড়ি কিনতে হলে রাজ্যের পারমিট থাকতে হবে।