বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকে সব শিবিরে প্রস্তুতি তুঙ্গে। এদিকে তারও আগে পড়শি রাজ্যে বিহারে (Bihar) রয়েছে বিধানসভা নির্বাচন! বিহারের ক্ষমতা কার হাতে যায়, গোটা দেশের নজর এখন সেদিকে। এরই মধ্যে আমজনতার জন্য বিরাট চমক সরকারের। সে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা (Free Electricity) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নীতিশ সরকার।
রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক | Free Electricity
জানা যাচ্ছে, বিহারে বিনামূল্যে দেওয়া হবে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। সূত্রের খবর, প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কাছে উপস্থাপন করে অনুমোদন মিললেই বড়সড় ঘোষণা হতে পারে।
‘ফ্রি ইলেকট্রিসিটি স্কিম’ আসতে পারে খুব শীঘ্রই
সূত্রের খবর, শুধুমাত্র ডোমেস্টিক ইউজাররা অর্থাৎ গৃহস্থালির ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলবে।
এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে কোনও বিল লাগবে না। ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র অতিরিক্ত ইউনিটের জন্য বিল দিতে হবে গ্রাহকদের।
ভোটের আগে এই প্রকল্প চালু এনডিএ সরকারের মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই নয়া প্রকল্প চালু হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য বড় স্বস্তি আসবে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হবে তাদের।
আরও পড়ুন: রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির তোলপাড়! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর
উল্লেখ্য, বর্তমানে কুটির জ্যোতি যোজনার আওতায় গ্রামাঞ্চলে বিদ্যুতের প্রতি ইউনিট ১.৯৭ টাকা এবং অন্যান্য গ্রাহকদের জন্য ২.৫২ টাকা প্রতি ইউনিট। শহরে বিদ্যুতের দাম ৭.৫৭ টাকা। তবে সরকারের ভর্তুকির পর তা কমে ৪.৫২ টাকা হয়।