৬ লক্ষ টাকা দিয়ে বিদ্যুৎ দফতরে চাকরি, নেপথ্যে তৃণমূল! ‘গোপন চিরকুট’ ফাঁস করে তোলপাড় ফেললেন সুকান্ত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিদ্যুৎ দফতরে ‘চাকরি চুরি’র মতো গুরুতর অভিযোগ এনে ফের তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিদ্যুৎ দফতরে চাকরি পাইয়ে দেওয়া এবং বিদ্যুৎ চুরির মিথ্যে অভিযোগে একজন বিজেপি কর্মীকে ফাঁসানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই মর্মে একটি ‘গোপন চিরকুট’ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এরপরেই বিজেপি সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নাম জড়ানো তৃণমূল নেতারা এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকও।

বিদ্যুৎ দফতরে চাকরি চুরির অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) যে ‘গোপন চিরকুট’ তুলে ধরেছেন সেখানে রয়েছে বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL এর স্টেশন ম্যানেজারের সিল এবং সাক্ষরও! গোপন চিঠিটি সামনে এনে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেছেন, ওই চিরকুটে লেখা রয়েছে, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঁয়ার সুপারিশে WBSEDCL এ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে একজনকে।

Sukanta Majumdar accused tmc for stealing job in electricity department

কী অভিযোগ বিজেপি সাংসদের: ওই চিঠিতে আরও লেখা হয়েছে, এর বিনিময়ে ৬ লক্ষ ৫২ হাজার টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে মিথ্যে বিদ্যুৎ চুরির মামলাও রুজু করার কথা চিঠিতে উল্লেখ রয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এই চিঠি ঘিরেই তোলপাড় দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক পরিবেশ। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকও।

আরও পড়ুন : মাত্র ৪ বছরেই এই! ছেলে ঈশানের যা কীর্তি সামনে আনলেন নুসরত… দেখে হতবাক নেটিজেনরা

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকের: এই চিঠিকে ‘জাল’ বলে দাবি করে বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার নাজিমুল হকের অভিযোগ, তাঁর সই এবং সিল জাল করা হয়েছে। এমন কোনও সুপারিশ আসেনি, কোনও নিয়োগও হয়নি। সংস্থার দক্ষিণ দিনাজপুরের রিজিয়নাল ম্যানেজারও জানান, স্টেশন ম্যানেজার তাঁকে জানিয়েছেন, এই চিঠির কোনো ভিত্তি নেই। তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল নেতা মফিজউদিনের দাবি, পুরোটাই ইচ্ছাকৃত রাজনৈতিক ষড়যন্ত্র। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : কিশোরের লালসার শিকার শিশুরা, থানা থেকে অভিযুক্তকে টেনে বের করে জনতা! যা হল পরিণাম…

যদিও এরপরেও নিজের অভিযোগই স্পষ্ট করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর সোজাসাপটা বার্তা, ‘তৃণমূল নেতাদের সুপারিশে কীভাবে চাকরির জন্য ঘুষ নেওয়া হচ্ছে, বিরোধী দলের কর্মীদের উপরে বিদ্যুৎ চুরির মিথ্যে মামলা দায়ের হচ্ছে, সেসবই এবার প্রকাশ্যে আসবে। ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেব’।